সাকিবের দুই উইকেট, তাঁর দল গায়ানা পেল বড় জয়
-
1
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
2
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
3
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
4
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
5
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
সাকিবের দুই উইকেট, তাঁর দল গায়ানা পেল বড় জয়
সাকিবের দুই উইকেট, তাঁর দল গায়ানা পেল বড় জয়
গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাকিস্তানের লাহোর কালান্দার্সের বিপক্ষে শুরুর ম্যাচে নেমেই পেসার সাকিব শিকার করলেন দুই উইকেট।
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স ও পাকিস্তানের লাহোর কালান্দার্স দলের ম্যাচ দিয়ে পর্দা উঠল গ্লোবাল সুপার লিগের। দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু করল ঘরের দল গায়ানা অ্যামাজন। আগে ব্যাট করে লাহোর কালান্দার্স ১২৫ রানের বেশি করতে পারেনি। সহজ লক্ষ্য তাড়া করতে গায়ানার লাগে কেবল ১৭.৫ ওভার। আর তাতেই নিশ্চিত হল ৬ উইকেটের বড় জয়।
বল হাতে এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৫ রানে থাকা লাহোরের ওপেনার মির্জা বেগকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। উইকেট নিয়ে দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেওয়া সাকিব প্রথম ওভারে রান খরচ করেন কেবল ৪। পাওয়ার প্লেতে আরও এক ওভার করলেও পাননি উইকেটের দেখা।
ইনিংসের শেষ ওভারে আবার বল হাতে নিয়ে সাকিব শিকার করেন সালমান মির্জাকে। আর তাতেই ১৯.২ ওভারে লাহোর গুটিয়ে যায় ১২৫ রানে। ৩.২ ওভার বল করে ২০ রান দিয়ে সাকিব নিয়েছেন দুই উইকেট। আরেক পেসার ডোয়াইন প্রিটোরিয়াস একাই দখলে নেন ৪ উইকেট।
এরপর লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার মইন আলি করেন ১৭ রান। তিনে নামা শাই হোপ ৪৫ রানের হার-না-মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাকে সঙ্গ দেওয়া কেমো পল ১৩ বল খেলেন ২৭ রানের ক্যামিও। এর মাঝে শিমরন হেটমায়ের ১৪ ও রোস্টন চেজ ১৫ রান করেন।
