Image

মেজর লিগ ক্রিকেটে দল পেলেন সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মেজর লিগ ক্রিকেটে দল পেলেন সাকিব আল হাসান

মেজর লিগ ক্রিকেটে দল পেলেন সাকিব আল হাসান

মেজর লিগ ক্রিকেটে দল পেলেন সাকিব আল হাসান

কত প্রথমেরই স্বাক্ষী হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ খেলতে তার দল এখন যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে সাকিব পেয়েছেন একটি আনন্দদায়ক খবর। আরেকটি প্রথমের দারপ্রান্তে দাড়িয়ে এ বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের হাত ধরে এই প্রথম মেজর লিগ ক্রিকেটে  কোনও বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে।

আমেরিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর ক্রিকেট লিগের (এমএলসি) দ্বিতীয় মৌসুমের জন্য লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে ভিড়িয়েছে দলটি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিটি।

 

৪ জুলাই থেকে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর শুরু হবে। তার আগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে সই করলেন সাকিব আল হাসান। শাহরুখ খানের টিম লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স আসন্ন মেজর লিগ ক্রিকেটের জন্য সাইনিং করে রেখেছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়, স্পেনসর জনসন, উন্মুক্ত চান্দ, আলি খান, সইফ বাদর, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক এবং স্থানীয় ক্রিকেটার ডেরন ডেভিস, ম্যাথিউ ট্রম্প, কর্নে ড্রাই ও আদিত্য গনেশ। 

এই ক্রিকেটারদের সঙ্গে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম মাতাতে দেখা যাবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দুই বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাকিব। ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। 

এর আগে ২০১১ সালে আইপিএলে শাহরুখ খানের দলে অভিষেক হয়েছিল। সাকিব আইপিএলে খেলেছেন মোট ৭১টি ম্যাচ। করেছেন ৭৯৩ রান। ফিফটির ইনিংস দুটি। উইকেট নিয়েছেন ৬৩টি। নাইট রাইডার্স ভক্তরা এবার মুখিয়ে আছে অন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে একই দলের সদস্য হয়ে কেমন পারফর্ম করেন সাকিব।

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আইএলটি২০-এর আবুধাবি নাইট রাইডার্স এ সবকটি দল একই ফ্র্যাঞ্চাইজির অধীনে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three