Image

“তুমি যা নও, তা চেষ্টা করো না”- পাকিস্তানের নতুন কোচের বার্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
“তুমি যা নও, তা চেষ্টা করো না”- পাকিস্তানের নতুন কোচের বার্তা

“তুমি যা নও, তা চেষ্টা করো না”- পাকিস্তানের নতুন কোচের বার্তা

“তুমি যা নও, তা চেষ্টা করো না”- পাকিস্তানের নতুন কোচের বার্তা

জেসন গিলেস্পি পাকিস্তানের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন লাল বলের ক্রিকেটে। দেশটির ক্রিকেটে কোচিং প্যানেল নিয়ে নানা ধরনের আলোচনা আর সংবাদ প্রকাশিত হওয়ার পর একটি সুরাহা অবশেষে হয়েছে। গিলেস্পির পাশাপাশি সাদা বলের দায়িত্ব নিয়েছেন গ্যারি কার্স্টেন। গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) এসে শুরুতেই জানিয়েছেন, এমন কিছু না হতে- যা তারা নয়। অর্থাৎ তারা যা, তাই যেন কাজকর্মে প্রকাশ পায়।

গিলেস্পি এটি নিজের দর্শন বলে জানিয়েছেন। পিসিবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার দর্শন হচ্ছে, এমন কিছু হওয়ার চেষ্টা করো না, যা তুমি নও। আমি খুব সাধারণ একটা ব্যাপার চাই। পাকিস্তান যাতে নিজেদের ঢঙ্গে ক্রিকেটটা খেলে, যা তাঁদের সাথে যায়। এটাই গুরুত্বপূর্ণ।“

এই অস্ট্রেলিয়ান কোচ আরও যোগ করেন, “আপনি যা করতে যাচ্ছেন, সে ব্যাপারে আপনাকে খাঁটি থাকতে হবে। আমি যেয়ে বলব, শুধু ইতিবাচক, আক্রমণাত্মক, আনন্দদায়ক থাকতে। মুখে একটা হাসি নিয়ে খেলো, আমাদের দর্শকদের আনন্দ দাও।“

সর্বশেষ ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গিলেস্পি। এরপর কোচিংয়ের নানা দায়িত্বে ছিলেন তিনি। ইয়র্কশায়ারের প্রধান কোচ হিসেবে ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত সাফল্যের সাথে পার করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে পাঞ্জাব কিংস, অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কোচিং করিয়েছেন। এছাড়াও সাসেক্স, সাউথ অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গিলেস্পি পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বেশ সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, “পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া দারুণ ব্যাপার। এটা সম্মানের বিষয়। আমি সারা বিশ্বে বিভিন্ন দায়িত্ব কোচিং করিয়েছি। কিন্তু কখনো আন্তর্জাতিক অঙ্গনে টেস্ট দলে কোচিং করানো হয়নি। যখন এই সুযোগ সামনে আসে, আমি সাথে সাথে লুফে নিই।“

Details Bottom
Details ad One
Details Two
Details Three