বাংলাদেশ দল ও বন্ধু সাকিবের সাথে স্মৃতি মনে করলেন কার্তিক
- 1
বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 2
ইংল্যান্ডের টম ও স্যাম কারেনের ভাই বেন কারেন জায়গা পেলেন জিম্বাবুয়ের স্কোয়াডে
- 3
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
- 4
দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং
- 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন টেস্টের সিরিজ হওয়া উচিত?
বাংলাদেশ দল ও বন্ধু সাকিবের সাথে স্মৃতি মনে করলেন কার্তিক
বাংলাদেশ দল ও বন্ধু সাকিবের সাথে স্মৃতি মনে করলেন কার্তিক
সম্প্রতি আবু ধাবি টি-টেন লিগে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সে গ্লোবাল সুপারস্টার হিসেবে যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটার দিনেশ কার্তিক। টুর্নামেন্টের মাঝপথে বাংলা টাইগার্সের এক ভিডিও বার্তায় বাংলাদেশ দল ও খেলোয়াড়দের নিয়ে নিজের ব্যাক্তিগত অনেক স্মৃতিচারণ করেন কার্তিক। জানান বাংলাদেশ নিয়ে তার অভিজ্ঞতার কথা।
বৃহস্পতিবার বাংলা টাইগার্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দিনেশ কার্তিকের একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়। সেখানে বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, "বাংলাদেশ নিয়ে আমার অনেক স্মৃতি আছে। কিন্তু নিদাহাস ট্রফির স্মৃতি সবসময়ই আমার কাছে বিশেষ কিছু। যদিও বাংলাদেশের বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের প্রতি আমার অনেক সম্মান এবং ভালোবাসা আছে।"
বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে দিনেশ কার্তিকের। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন আবাহনীর হয়ে। তখন আবাহনীতে খেলেছে লিটন, শান্ত, মোসাদ্দেকরা। বাংলাদেশের ব্যাপারে বলতে গিয়ে কথা স্মরণ করে দিনেশ কার্তিক বলেন,
"আমি সেখানে ঘরোয়া ক্রিকেটেও খেলেছি, আবাহনীর হয়ে। আমি জানি সেখানে কিভাবে ক্রিকেট হয়, সে কত প্রতিভা আছে। সেখানে সাকিব আল হাসানের মতো বন্ধুও আছে। তাকে আমি অনেকদিন ধরেই চিনি। আমি যখন আবাহনীর হয়ে খেলতে গিয়েছিলাম তখন লিটন দাস তরুণ একজন, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকতও খেলেছিল। বাংলাদেশের অনেক মানুষকেই আমি চিনি"
দিনেশ কার্তিক কথা বলেছেন বাংলা টাইর্গাসের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও। তিনি বলেন, "বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান অন্যতম সেরা অলরাউন্ডার। তিন সংস্করণের জন্য সে দারুণ একজন ক্রিকেটার। আমরা সবাই জানি, সাকিব কীভাবে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে তুলে ধরেছে। তরুণ বয়স থেকেই সে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এবং চাপের মুহূর্তগুলোতে দলের হাল ধরছে। সাকিবকে সবসময় আমি অনেক বড় ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করি। অধিনায়ক হিসেবে সে খুবই কৌশলী। এবার তার সঙ্গে খেলব, ভালো লাগছে।"