Image

স্টোকস, জাদেজার এলিট ক্লাবে ঢুকলেন মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
স্টোকস, জাদেজার এলিট ক্লাবে ঢুকলেন মিরাজ

স্টোকস, জাদেজার এলিট ক্লাবে ঢুকলেন মিরাজ

স্টোকস, জাদেজার এলিট ক্লাবে ঢুকলেন মিরাজ

চলমান ২০২৩-২০২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মেহেদী হাসান মিরাজ ছুঁয়েছেন একাধিক রেকর্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি শীর্ষ উইকেট সংগ্রাহক এখন মিরাজ। এক চক্রে ব্যাট হাতে ৫০০ রান ও বোলিংয়ে ৩০ উইকেট শিকার করে মিরাজ ঢুকলেন অলরাউন্ডারদের এলিট ক্লাবে। 

মিরপুর টেস্টে বাংলাদেশের 'ক্রাইসিসম্যান' হিসেবে মেহেদী হাসান মিরাজের আগমন। দলের বিপদে আরও একবার দাঁড়িয়ে লড়াই করলেন মিরাজ, নিজের নামে লিখেছেন অনবদ্য এক রেকর্ডও। মিরাজের ফিফটি আর জাকের আলি অনিকের ব্যাটে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে বাংলাদেশ লিড পেয়েছে। 

ফিফটি হাঁকানোর পথে মেহেদী হাসান মিরাজ চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৩-২৫) অসাধারণ এক কীর্তি গড়েছেন, প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ৫০০ রান করেছেন এবং ৩০ উইকেট নিয়েছেন। বেন স্টোকস, রবীন্দ্র জাদেজাদের সাথে অভিজাত ক্লাবে নিজের নাম লিখেন মিরাজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে ৫০০ রান এবং ৩০ উইকেট-

(১৩৩৪, ৩৪) - বেন স্টোকস (ইংল্যান্ড, ২০১৯-২০২১)
(৭২১, ৪৭) - রবীন্দ্র জাদেজা (ভারত, ২০২১-২০২৩)
(৯৭১, ৩০) - বেন স্টোকস (ইংল্যান্ড, ২০২১-২০২৩)
(৫১২*, ৩৪) - মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ, ২০২৩-২০২৫)

Details Bottom