সাকিবের মতো ২০০ উইকেট পেয়েও গর্ব করছেন না তাইজুল
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
সাকিবের মতো ২০০ উইকেট পেয়েও গর্ব করছেন না তাইজুল
সাকিবের মতো ২০০ উইকেট পেয়েও গর্ব করছেন না তাইজুল
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। ক্যারিয়ারের ৫৪ তম টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। আর এই রেকর্ড ছুঁতে তাইজুলের লাগে কেবল ৪৮ টেস্ট। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল বললেন, ২০০ টেস্ট উইকেট পাওয়া তার কাছে গর্বের না, তবে ভালো লাগার।
আজ মিরপুর হোম অব ক্রিকেটে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। টেস্ট ক্রিকেট ২০০ উইকেট পাওয়া বাংলাদেশের দ্বিতীয় বোলার তিনি। নিজের এমন অর্জন নিয়ে বললেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। তবে এ ও বললেন এটা গর্বের কোনো বিষয় না। আল্লাহ সুযোগ দিয়েছে তাই সম্ভব হয়েছে।
'অনুভূতি অবশ্যই ভালো লাগার বিষয়। বিশ্বে অনেক বোলারই আছে, ২০০-৩০০-৪০০ উইকেট। বাংলাদেশে আমরা এতদিন টেস্ট খেলি না। তাও যে ২-১ জন আছি তার মধ্যে আমিও একজন। গর্বের বিষয় না, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে তাই হয়েছে।'
৩০০-৪০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চাওয়া তাইজুল কি এখনও তার পূর্বের প্ল্যানেই আছেন?
'আগে দেখতে হবে ৫ বছরে কয়টা টেস্ট আছে, তারপর একটা হিসাব করে উত্তর দিতে পারব। এখন উত্তর দেওয়া কঠিন। টেস্ট যদি থাকে ১০টা তাহলে তো কঠিন!'