ইমার্জিং এশিয়া কাপে প্রায় জাতীয় দলের ব্যর্থ মিশন শেষ
-
1
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা
-
2
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
3
মুহাম্মদ ওয়াসীমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত
-
4
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড
-
5
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়
ইমার্জিং এশিয়া কাপে প্রায় জাতীয় দলের ব্যর্থ মিশন শেষ
ইমার্জিং এশিয়া কাপে প্রায় জাতীয় দলের ব্যর্থ মিশন শেষ
আফগানিস্তান 'এ' দলের পরে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে হেরে চলমান ইমার্জিং এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ 'এ' দল। ইমার্জিং হলেও জাতীয় দলে খেলা ৮ জন খেলোয়াড় ছিলো এই দলটাতে। সেই হিসাবে টুর্নামেন্টে অভিজ্ঞতা ও যোগ্যতায় এগিয়ে ছিলো বাংলাদেশ। তবে হংকং এর বিপক্ষে একমাত্র জয় ছাড়া টাইগারদের নেই কোনো অর্জন।
মঙ্গলবার আল আমিরাত ক্রিকেট মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 'এ' দল ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রানে থেমে যায়।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 'এ' দলের ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। লাহিরু উদারা করেন ২১ বলে ৩৫ রান। ৮১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে শাহান আরাচ্চিগে ও পবন রতনায়াকে গড়েন ৪২ বলে ৬৪ রানের জুটি। শাহান করেন ৩০ রান এবং পবন আউট হন ৪২ রান করে।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ২ টি করে উইকেট পান রিপন মন্ডল, রেজাউর রহমান রাজা।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লে তে ইমার্জিং টাইগাররা তুলে ফেলে ৫৯ রান। ২৯ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন সাইফ। ইমন খেলেন ১০ বলে ২৪ রানের ইনিংস।
ওপেনিং জুটি ভাঙার পরে শুরু হয় ছন্দপতন। ১৫ বলে ৮ রানের ইনিংস খেলে ম্যাচের মোমেন্টাম নষ্ট করেন নাইম শেখ। জাতীয় দলের নিয়মিত মুখ তাওহীদ হৃদয় করেন ১৩ বলে মাত্র ১২ রান। অধিনায়ক আকবর আলি, শামীম পাটোয়ারি, মাহফুজুর রহমান রাব্বিরা আউট হন সিঙ্গেল ডিজিটে।
নিয়মিত উইকেট হারানোতে সব সময় ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো লঙ্কানদের হাতে। তবে এক পর্যায়ে আবু হায়দার রনির ব্যাটিংয়ে আশার আলো পায় বাংলাদেশ। কিন্তু রনি ২৫ বলে ৩৮ রান করলে তা শুধু হারের ব্যাবধান ই কমিয়েছে।
শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে দুশান হেমন্ত ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।
