Image

ব্যাঙ্গালোরে ছক্কার রেকর্ডে শেবাগকে পেছনে ফেললেন টিম সাউদি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্যাঙ্গালোরে ছক্কার রেকর্ডে শেবাগকে পেছনে ফেললেন টিম সাউদি

ব্যাঙ্গালোরে ছক্কার রেকর্ডে শেবাগকে পেছনে ফেললেন টিম সাউদি

ব্যাঙ্গালোরে ছক্কার রেকর্ডে শেবাগকে পেছনে ফেললেন টিম সাউদি

টেস্ট ক্রিকেটে কে কত বেশি ছক্কা হাঁকিয়েছেন সেটা নিয়ে খুব বেশি লোকের মাথাব্যাথা নেই। ক্রিকেটের সবচেয়ে পুরনো এই ফরম্যাটে ছক্কা হাঁকানোকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তবে আধুনিক ক্রিকেটে টেস্ট ক্রিকেটে দ্রুত রান তোলাও জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের মত। 

'বাজবল' কথাটা যে দুজনের হাত ধরে এসেছে সেই বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককুলাম টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। এই দুজন ছাড়া টেস্ট ফরম্যাটে ছক্কার সংখ্যা ১০০ তে নিয়ে গেছেন কেবল অ্যাডাম গিলক্রিস্ট। 

৯০ বা তার বেশি, কিন্তু ১০০ এর কম ছক্কা হাঁকানো ব্যাটারের সংখ্যা মাত্র ৪। যেখানে নাম আছে টিম সাউদির। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার মূলত বোলার হলেও টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় আছেন সেরা দশে। 

ভারতের বিপক্ষে চলমান ব্যাঙ্গালোর টেস্টে প্রতিবেদন লেখা অব্দি ৩ টি ছক্কা হাঁকিয়েছেন টিম সাউদি। আর তাতে করে পেছনে ফেলেছেন ভারতের বীরেন্দর শেবাগকে। টেস্টে ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় ৬ নম্বরে এখন টিম সাউদির নাম। 

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা- 

১. বেন স্টোকস (ইংল্যান্ড)- ১৯২ ইনিংসে ১৩১ টি
২. ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড)- ১৭৬ ইনিংসে ১০৭ টি 
৩. অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)- ১৩৭ ইনিংসে ১০০ টি 
৪. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ১৮২ ইনিংসে ৯৮ টি 
৫. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা/আইসিসি)- ২৮০ ইনিংসে ৯৭ টি 

৬. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ১৪৮ ইনিংসে ৯২* টি 
৭. বীরেন্দর শেবাগ (ভারত/আইসিসি)- ১৮০ ইনিংসে ৯১ টি 
৮. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ/আইসিসি)- ২৩২ ইনিংসে ৮৮ টি
৯. ক্রিস কেয়ার্ন্স (নিউজিল্যান্ড)- ১০৮ ইনিংসে ৮৭ টি 
১০. রোহিত শর্মা (ভারত)- ১০৬ ইনিংসে ৮৭ টি।  

Details Bottom