Image

বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে পেসার জাহানারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে পেসার জাহানারা

বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে পেসার জাহানারা

বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে পেসার জাহানারা

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ড্রাফটের আগে মনোনয়নের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে, যা ১ সেপ্টেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে। ড্রাফটের জন্য মনোনীত ১৬১ জন নারী খেলোয়াড়ের চূড়ান্ত তালিকায় একমাত্র বাংলাদেশি জাহানারা আলম।  

পরবর্তী আসর শুরু হওয়ার আগে প্লেয়ার্স ড্রাফটে নাম এসেছে কেবল পেসার জাহানারা আলমের। তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। দল পেলে পুরো মৌসুমের জন্য অ্যাভেইলেবল থাকবেন জাহানারা।

অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের মেয়েদের লিগের ড্রাফটে গত আসরেও নাম দিয়েছিলেন জাহানারা। ২০২০ সালে ভারতের উইমেন'স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভেলোসিটির হয়ে খেলেছেন জাহানারা। 

চলতি বছরের ২৭ অক্টোবর শুরু হবে উইমেন্স বিগ ব্যাশের ১০তম সংস্করণ। ফাইনাল মাঠে গড়াবে ১ ডিসেম্বর। 

এছাড়া মেন্স ড্রাফটের জন্য মনোনীত ৪৩২ খেলোয়াড়ের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৯ জনের নাম- হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three