বিশ্বের প্রথম ক্রিকেটার সাকিব: বিশ্বকাপে পঞ্চাশ উইকেট
বিশ্বের প্রথম ক্রিকেটার সাকিব: বিশ্বকাপে পঞ্চাশ উইকেট
বিশ্বের প্রথম ক্রিকেটার সাকিব: বিশ্বকাপে পঞ্চাশ উইকেট
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ; টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক। ব্যাট হাতে মাত্র ১৩ রান, তবে বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে সাকিবই ছিলেন বাংলাদেশের সফলতম বোলার। সেই সাকিবই আজ ছুঁয়েছেন বিশ্বকাপে পঞ্চাশ উইকেটের মাইলফলক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট তাঁর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে খবর ছিল এমন, আর ৩টি উইকেট পেলেই উইকেটের হাফ সেঞ্চুরি হয়ে যাবে সাকিবের। বিশ্বকাপে বাংলাদেশের খেলা এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সাকিব পেয়েছেন কেবল ম্যাচেই দুই উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে তো বল করেননি একটি। তাই বাড়ে তার অপেক্ষা।
আজ সুপার এইটে ভারতের বিপক্ষে নেমেই সাকিব ছুঁয়েছেন মাইলফলক। ইতিহাস গড়তে সাকিবের দরকার ছিল কেবল ১ উইকেট, এদিন রোহিত শর্মাকে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফিরিয়েই সাকিব নাম লিখেছেন রেকর্ড বইয়ে। যা আগে করে দেখাতে পারেনি পৃথিবীর কোনো বোলার। প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট শিকারী হলেন বাংলাদেশের সাকিব।
ভারত ম্যাচের আগে ৪১ ম্যাচে ১৯.৩৮ গড়ে ৪৯ উইকেট নেন বাঁহাতি স্পিনার।