বিশ্বকাপের শুরু হোক জিম্বাবুয়েকে দিয়ে
-
1
পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন
-
2
সুপার ওভারের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন সৌম্য সরকার
-
3
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন
-
4
আটলান্টায় বদলে যাওয়া সাকিব, এখনো বিদায় নেয়ার স্বপ্ন দেখেন দেশের মাটিতেই
-
5
পুরনো স্মৃতির ছোঁয়ায় জিম্বাবুয়ের আফগান জয়
বিশ্বকাপের শুরু হোক জিম্বাবুয়েকে দিয়ে
বিশ্বকাপের শুরু হোক জিম্বাবুয়েকে দিয়ে
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে সময় বাকি কেবল ২৯ দিন। চট্টগ্রামে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ অভিযান। এই সিরিজ চলার মাঝেই বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড জানাবে বিসিবি। চট্টগ্রামে আসা ১৫ খেলোয়াড়ের জন্য তাই বেশ গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম দু'য়েক ম্যাচ।
জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন তানজিদ হাসান তামিম। ১৮ মাস পর জাতীয় দলে বিবেচিত হলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন এমন ক্রিকেটারের মধ্যে এই স্কোয়াডে নেই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
ইনজুরির কারণে সৌম্য সরকার চট্টগ্রাম পর্বের ৩ ম্যাচের স্কোয়াডে নেই। সাকিব আল হাসান খেলবেন ডিপিএল সুপার লিগের ম্যাচ, আইপিএল থেকে ফিরে বিশ্রামে মুস্তাফিজুর রহমান। সাকিব ও সৌম্য ফিরলে বাদ পড়তে পারেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। মুস্তাফিজকে জায়গা দিতে বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন বা তানজিম হাসান সাকিব।
আজ ৩ মে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
প্রথম ৩ ম্যাচের স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
