Image

হাথুরু যখন ভারত সফরে, সিমন্সকে প্রস্তাব পাঠায় বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হাথুরু যখন ভারত সফরে, সিমন্সকে প্রস্তাব পাঠায় বিসিবি

হাথুরু যখন ভারত সফরে, সিমন্সকে প্রস্তাব পাঠায় বিসিবি

হাথুরু যখন ভারত সফরে, সিমন্সকে প্রস্তাব পাঠায় বিসিবি

ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্স বাংলাদেশের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রথমবার চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর টাইগারদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন সিমন্স। এই ক্যারিবিয়ান কোচ বিসিবিতে এসে ইন্টারভিউ দিয়ে গেলেও সে বার চাকরি হয়নি তার। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বললেন, তিনি জানেন না এর কারণ। এর আগে অবশ্য ফিল সিমন্সের অধীনেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে ক্যারিবীয়রা। হাথুরুসিংহের ফের বিদায় বাংলাদেশ ক্রিকেট থেকে, এবার কাঁধে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিমন্স।

বাংলাদেশ দল ভারত সফরে থাকাকালীন সময়েই হাথুরুসিংহের বিকল্প খোঁজতে থাকে বিসিবি। আর তাইতো ফিল সিমন্সকে প্রস্তাব পাঠানো হয় গত দেড় সপ্তাহ আগে। আজ মিরপুরে প্রথমবারের মতো বাংলাদেশের গণমাধ্যমের সামনে আসেন নতুন হেড কোচ সিমন্স। টাইগারদের হেড কোচ হওয়ার এই প্রস্তাব কবে পেলেন? 

এই প্রশ্নের জবাবে সিমন্স,'আজ শনিবার? তাহলে দেড় সপ্তাহ আগে প্রস্তাব পেয়েছি।'

২০১৭ সালে হেড কোচ হতে চেয়েও পারেননি সিমন্স। এবার সেই দায়িত্বে ফিরে সিমন্স বললেন, 'আগে চাকরি পাইনি, কীভাবে বলব এখানে ভিন্নতা কতটুকু? দুর্ভাগ্যবশত তখন আমি চাকরিটা পাইনি।'

বাংলাদেশের ক্রিকেটারদের সাথে কাজ করার চ্যালেঞ্জ ও নিজের পরিকল্পনা শোনালেন ফিল সিমন্স, 'আন্তর্জাতিক কোচের প্রতিটি চাকরিই হট সিট। বাংলাদেশে কাজটা হয়ত কঠিন। আমার কাজ হলো ছেলেরা যাতে নিজের মতো খেলতে পারে, উপভোগ করে। খেলার জন্য তাদের প্রস্তুত করা। গত ২ দিন চমৎকার গিয়েছে।' 

'আমার ফিলোসোফি হলো কঠোর পরিশ্রম করো, ফলাফল আসবে। সবসময় পক্ষে না এলেও ফলাফল আসবে। গত কিছু দিন দেখেছি ওরা কঠোর পরিশ্রম করে খেলা, স্কিল, ফিটনেস নিয়ে। আমি খুশি।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three