মেজর লিগ ক্রিকেটে বিবর্ণ সাকিব আল হাসান যেমন করলেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মেজর লিগ ক্রিকেটে বিবর্ণ সাকিব আল হাসান যেমন করলেন

মেজর লিগ ক্রিকেটে বিবর্ণ সাকিব আল হাসান যেমন করলেন

মেজর লিগ ক্রিকেটে বিবর্ণ সাকিব আল হাসান যেমন করলেন

এমএলসি (মেজর লিগ ক্রিকেট) ২০২৪ এ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের পক্ষে খেলেছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটি প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে, ৪ ম্যাচে সেরা একাদশে সুযোগ পাওয়া সাকিব আল হাসান ব্যাটিং, বোলিং দুই বিভাগেই দিয়েছেন ব্যর্থতার পরিচয়। 

ব্যাট হাতে ৪ ম্যাচের সবকটি ইনিংসেই নামেন সাকিব আল হাসান। ১৫ গড়ে করেন কেবল ৬০ রান, স্ট্রাইক রেটটা ১২৫। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলা সাকিব টুর্নামেন্ট জুড়ে ১০ টি বাউন্ডারি আদায় করতে পারলেও হাঁকাতে পারেননি কোন ছক্কা। এক ম্যাচে আউট হয়েছেন কোন রান না করে। 

বল হাতেও সাকিব আল হাসানের সাফল্যের গল্প নেই মেজর লিগ ক্রিকেটে। ৪ ম্যাচের সবকটিতে বল হাতে নেওয়া সাকিব কেবল ১০ ওভার বল করেছেন। সেখানে ১১.১০ ইকোনমিতে রান দেওয়া সাকিব উইকেট পেয়েছেন কেবল ১ টি। ৬০ বলে ১১১ রান হজম করেছেন সাকিব, সেরা বোলিং ফিগার ৩২ রান খরচে ১ উইকেট। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের পক্ষে বোলারদের লিকায় সবচেয়ে তলানিতে আছে সাকিব আল হাসানের নাম। 

৩৭ বছর বয়সী সাকিব আল হাসান দাপট দেখিয়েই বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়িয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে দেশ ও ফ্র্যাঞ্চাইজি দলের পক্ষে কথা বলছে না তাঁর ব্যাট, বোলিংয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব। এমতাবস্থায় সাকিব আবার ফর্মে ফিরবেন, নাকি এমন ফর্ম বজায় রেখে বিদায় বলে দিবেন সেদিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের।