Image

জিম্বাবুয়ে সিরিজে অন্তত ২ ম্যাচে আনঅ্যাভেইলেবল সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে সিরিজে অন্তত ২ ম্যাচে আনঅ্যাভেইলেবল সাকিব আল হাসান

জিম্বাবুয়ে সিরিজে অন্তত ২ ম্যাচে আনঅ্যাভেইলেবল সাকিব আল হাসান

জিম্বাবুয়ে সিরিজে অন্তত ২ ম্যাচে আনঅ্যাভেইলেবল সাকিব আল হাসান

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের অন্তত প্রথম দুই ম্যাচ মিস করবেন সাকিব আল হাসান। তবে ফিটনেস ঠিক অবস্থায় থাকলে সাকিব ফিরতে পারেন চট্টগ্রামে ৩য় টি-টোয়েন্টি থেকে। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য যদিও এখনও দল ঘোষণা করেনি বিসিবি। সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন ৩৪ জন ক্রিকেটার। ছিলেন না সাকিব আল হাসান।

জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে দেশে ফিরলেও সাকিব প্রথম দুই ম্যাচ আনঅ্যাভেইলেবল থাকবেন বলে জানা গেছে বিসিবি সূত্রে। সাকিব আল হাসান ডিপিএল সুপার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন বলে জানা গেছে। তবে সাকিব চাইলে ও ফিটনেস পরীক্ষায় সাকিবের অবস্থা ভালো দেখালে ৭ মে চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবেন। 

তেমনটি না হলে সাকিব অ্যাভেইলেবল থাকবেন কেবল শেষ ২ ম্যাচের জন্য।

সিরিজের প্রথম তিন টি-টুয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুটি ম্যাচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three