দোষী সাব্যস্ত ধ'র্ষ'ক পেলেন অস্ট্রেলিয়ার লিগে খেলার অনুমতি
-
1
রেজিস্ট্রেশন করলেও আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই সাকিব
-
2
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
3
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
4
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
5
সিলেটের ব্যর্থতায় রংপুরের সাফল্য, চ্যাম্পিয়নশিপে আলোড়ন
দোষী সাব্যস্ত ধ'র্ষ'ক পেলেন অস্ট্রেলিয়ার লিগে খেলার অনুমতি
দোষী সাব্যস্ত ধ'র্ষ'ক পেলেন অস্ট্রেলিয়ার লিগে খেলার অনুমতি
ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডে কাউন্টি খেলায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার উইলেটন প্রিমিয়ার ক্রিকেট ক্লাবের হয়ে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন অ্যালেক্স হেপবার্ন। ইংলিশ কাউন্টিতে হেপবার্ন ক্রিকেট খেলতেন ওরচেস্টারশায়ারের হয়ে।
ওয়েস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, হেপবার্ন তার নিষেধাজ্ঞার কয়েকদিন পর উইলেটন ড্রাগনসের হয়ে লিগে খেলা চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে এক নারীকে ঘুমিয়ে থাকা অবস্থায় এক নারীকে ধর্ষন করেছিলেন হেপবার্ন। পরবর্তীতে সেই নারী তার নামে মামলা করলে প্রমাণিত হয় অভিযোগ। ২০১৯ সালে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী নারী অভিযোগ করলে বেরিয়ে আসে এসব তথ্য, সেই সঙ্গে বেরিয়ে আসে এই সম্পর্কে হোয়াটসঅ্যাপে আদান প্রদান করা তথ্য। কাউন্টিতে ১০ বছরের নিষেধাজ্ঞা পেলেও এবার অস্ট্রেলিয়ার লিগে খেলতে পারবেন অ্যালেক্স হেপবার্ন।
