Image

হতাশার সেশনে হাসান মাহমুদ পেলেন মেডেন উইকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হতাশার সেশনে হাসান মাহমুদ পেলেন মেডেন উইকেট

হতাশার সেশনে হাসান মাহমুদ পেলেন মেডেন উইকেট

হতাশার সেশনে হাসান মাহমুদ পেলেন মেডেন উইকেট

চট্টগ্রাম টেস্টে উইকেটের খুঁজে যেন দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ দল। তাইজুল ইসলামের বলে কুশল মেন্ডিসকে ফেরাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রিভিউ চ্যালেঞ্জই বলে দেয় ক্রিকেটাররা প্রথম দিনেই মানসিকভাবে  কতটা বিধ্বস্ত। তবে এই সেশনে একমাত্র প্রাপ্তি দিমুথ করুণারত্নের উইকেট। দ্বিতীয় সেশনের সারাংশ- ৩১ ওভারে ১২৬ রান, ২ উইকেট। ৫৮ ওভারে স্কোরবোর্ডে ২১৪ রান নিয়ে চা বিরতিতে গেল শ্রীলঙ্কা।

অবশেষে নামের পাশে উইকেট জমা করতে পারলেন হাসান মাহমুদ। তবে এবার আর ফিল্ডারদের কাছে তাকে যেতে হয়নি উইকেটের জন্য, বোল্ড করেই নিশ্চিত করেন সাদা পোশাকে নিজের প্রথম উইকেট। ইনিংসের ৫৬ তম ওভারে হাসান মাহমুদ অ্যাকশনে আসতেই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় দল। ৮৬ রানে থাকা লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ইনসাইড এজে হারিয়েছেন স্টাম্প।

শ্রীলঙ্কার ৯৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে রান আউটে। লাঞ্চ বিরতি থেকে ফিরেই বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত উইকেট। নিশান মাদুশকা দৌড়ে দুই নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন ব্যক্তিগত ৫৭ রানে। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দলের সংগ্রহ টানতে থাকেন মেন্ডিস। ৯৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন করুণারত্নে। সঙ্গী কুশলের ব্যাট থেকে ফিফটি আসে ৮৭ বলে। 

মিরাজ, তাইজুল ওভারের পর ওভার করে গিয়ে বিপাকে ফেলতে পারছিলেন না দিমুথ-মেন্ডিস জুটিকে। শতরান টপকে এই জুটির যখন ১১৪ রান, তখন ত্রান-সাহায্য নিয়ে হাজির হন হাসান মাহমুদ। অ্যাকশনে এসে প্রথম ডেলিভারিতেই ভাঙেন দিমুথ করুণারত্নের স্টাম্প। সেঞ্চুরির খুব কাছে থেকেও ৮৬ রানে তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। 

এরপর মেন্ডিসকে সঙ্গ দিতে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three