Image

এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

এজবাস্টনে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জস বাটলারের দল। বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টির একটি বলও মাঠে গড়ায়নি। তবে দ্বিতীয় ম্যাচে দেখা গেল অধিনায়ক বাটলারের ব্যাটে ঝড়। এরপর বল হাতে দাপট দেখান টপলি-আর্চার-মইন আলিরা। আর তাতেই স্বাগতিকরা পেল রোমাঞ্চকর এক জয়।

বিশ্বকাপের ঠিক আগে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয়ে রাঙাল ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি অবশ্য ভেসে যায় বৃষ্টিতে। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অধিনায়ক বাবর আজম টসে জিতে ব্যাটিংয়ে পাঠান ইংলিশদের। বাবরের আমন্ত্রণে রীতিমতো খুশি হয়েছেন বাটলার, ইনিংসের শুরু থেকেই চালান তাণ্ডব। ৩৪ বলে ফিফটি হাঁকানো জশ বাটলার থামেন ৮৪ রানের ইনিংসে। 

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড স্কোরবোর্ডে জমা করে ১৮৩ রান। জশ বাটলারের সাথে ওপেন করতে আসা ফিল সল্ট অবশ্য ফিরেছেন শুরুতেই। ইনিংসের ৪র্থ ওভারে ইমাদ ওয়াসিমের বলে ক্যাচ ওঠানোর আগে সল্ট ৯ বলে করেন ১৩। তিনে নামা উইল জ্যাকসকে নিয়ে এরপর লড়াই চালিয়ে যান অধিনায়ক জশ। ব্যক্তিগত ৩৭ রানে জ্যাকস ফিরলে ভাঙে ৭১ রানের জুটি।

তবে ঝড় থামেনি বাটলারের ব্যাটে, ৩৪ বল খেলেই ছুঁয়ে ফেলেন পঞ্চাশ। তাকে সঙ্গ দিতে এসে জনি বেয়ারস্টো করেছেন ২১ রান। বাটলারের আলো ছড়ানোর ম্যাচে রান পাননি হ্যারি ব্রুক, মইন আলি। দু'জনেই প্যাভিলিয়নের পথে হেটেছেন দ্রুত, যথাক্রমে ১ ও ৪ রান নিয়ে। শাহীন শাহ আফ্রিদির তৃতীয় শিকার হওয়া ক্রিস জর্ডানের ব্যাটে রান ৩। 

জশ বাটলার সেঞ্চুরির কাছে গিয়ে নিয়েছেন বিদায়। তার ৮৪ রানের ইনিংস ৫১ বল খেলে, ৮ বাউন্ডারির সাথে হাঁকিয়েছেন ৩ ছয়। 

১৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুর ওভারেই মইন আলির স্পিন বিষে নীল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান পেয়েছেন ডাকের স্বাদ। আরেক ওপেনার সাইম আইয়ুব করতে পারেন ২, তাও আবার ৭ বল খেলে। ১৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে দিশেহারা পাকিস্তান এরপর অবশ্য ঘুরে দাঁড়ায়। অধিনায়ক বাবর আজমের সঙ্গী হন ফখর জামান। এই দুইয়ের জুটি থেকে আসে ৫৩ রান। 

বাবর আজম ৩২ ও ফখর জামান ব্যক্তিগত ৪৫ রানে উইকেট হারালেও ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। এরপর আজম খান ১১, ইফতিখার আহমেদ ২৩, ইমাদ ওয়াসিম ২২ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। নিয়মিত আসা-যাওয়া চলে পাক ব্যাটারদের। শেষপর্যন্ত তারা গুটিয়ে যায় নির্ধারিত ওভারের ৪ বল আগেই। এদিন বল করা ইংল্যান্ডের ৬ বোলারের প্রত্যেকেই পেয়েছেন উইকেট। তবে ৪১ রান খরচায় সর্বোচ্চ ৩টি পেসার রিস টপলির। 

পাকিস্তান ১৬০ রানে অলআউট হলে ২৩ রানে জিতে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three