Image

পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও ইংল্যান্ডের ‘পেস বোলিং মেন্টর’ অ্যান্ডারসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও ইংল্যান্ডের ‘পেস বোলিং মেন্টর’ অ্যান্ডারসন

পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও ইংল্যান্ডের ‘পেস বোলিং মেন্টর’ অ্যান্ডারসন

পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও ইংল্যান্ডের ‘পেস বোলিং মেন্টর’ অ্যান্ডারসন

ইংল্যান্ড ক্রিকেট দলের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বর্তমান পেস বোলিং মেন্টর জেমস অ্যান্ডারসন। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ পর্যন্ত কাজ করার কথা ছিলো তার। তবে এবার সেই চুক্তির মেয়াদ বাড়িয়ে কাজ করে যাবেন পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত।

পাকিস্তান বিপক্ষে টেস্ট অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে নভেম্বর ও ডিসেম্বর। তারপর ২০২৫  সালের প্রথম পাঁচ মাসে ইংল্যান্ডের কোনো টেস্ট ক্রিকেট সিরিজ নির্ধারিত নেই। তাই ধারনা করা হচ্ছে সীমিত ওভারের ম্যাচেও অ্যান্ডারসন কাজ করার সুযোগও পেতে পারেন।

শ্রীলঙ্কার সাথে তৃতীয় টেস্টের প্রথম দিন স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে অ্যান্ডারসন বলেন, 'এই মুহূর্তে আমি শীতকালে পাকিস্তান এবং নিউজিল্যান্ডে যেতে চাই। এর পরে কি করবো তা নির্দিষ্ট করা নেই।'

মেন্টর হিসাবে জেমস অ্যান্ডারসনের পথচলা একেবারেই নতুন। সেকারণেই এখনো তিনি নিশ্চিত হতে পারেননি পেশা হিসাবে ভবিষ্যতে এটাকে বেছে নিবেন কিনা? 

'আমি এটিতে খুব নতুন আমি এখনও শিখছি। এবং আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে এই পেশায় আমি আমার ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে যেতে চাই কিনা।'

জেমস অ্যান্ডারসন টেস্ট খেলেছেন মোট ১৮৭ টি। টেস্ট ক্রিকেটে প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ইতি টানেন ২১ বছরের খেলোয়াড়ি জীবনের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three