Image

বিশ্বজুড়ে যেভাবে দেখবেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের খেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বজুড়ে যেভাবে দেখবেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের খেলা

বিশ্বজুড়ে যেভাবে দেখবেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের খেলা

বিশ্বজুড়ে যেভাবে দেখবেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের খেলা

আগামী ২১ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্বজুড়ে দেখা যাবে এই সিরিজের সরাসরি সম্প্রচার। 

আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট।

বিশ্বজুড়ে যেভাবে দেখবেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ- 

বাংলাদেশ (টিভি)- গাজী টিভি ও টি-স্পোর্টস 

বাংলাদেশ (ডিজিটাল)- র‍্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপ 

ভারত- ফ্যানকোড 

সাব সাহারান আফ্রিকা (৫০ টি দেশ)- সুপারস্পোর্ট (টিভি ও ডিজিটাল) 

মধ্যপ্রাচ্য ও নর্থ আফ্রিকা (এমইএনএ)- ২৭ টি দেশ- ক্রিকবাজ অ্যাপ 

সাউথ ইস্ট এশিয়া (এসইএ)- ক্রিকবাজ অ্যাপ 

সিঙ্গাপুর- স্টার হাব 

মালয়েশিয়া- অ্যাস্ট্রো 

নর্থ অ্যামেরিকা- উইলো টিভি (টিভি ও ডিজিটাল) 

রেস্ট অব দ্য ওয়ার্ল্ড- টি স্পোর্টস (ইউটিউব) ও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস (ইউটিউব)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three