ভারতের কোচ হবার প্রশ্নে জাস্টিন ল্যাঙ্গার- 'ক্রিকেটের সবচেয়ে বড় চাকরি'
ভারতের কোচ হবার প্রশ্নে জাস্টিন ল্যাঙ্গার- 'ক্রিকেটের সবচেয়ে বড় চাকরি'
ভারতের কোচ হবার প্রশ্নে জাস্টিন ল্যাঙ্গার- 'ক্রিকেটের সবচেয়ে বড় চাকরি'
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) শেষেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। তবে তার মাঝেই ক্রিকেট বিশ্বের নজর থাকবে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর দিকে। কেননা বিশ্বকাপের শেষেই ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। তিনি নতুন করে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতে আগ্রহী নন বলে জানা গেছে।
সুতরাং, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুনে দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে, বিসিসিআই এই পদের জন্য নতুন কাউকে নিয়োগ দিবে।
শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউয়ের জয়ের পরে এলএসজি কোচের কাছে জানতে চাওয়া হয় তিনি ভারতীয় দলের হেড কোচ হতে আগ্রহী কিনা।
জবাবে ল্যাঙ্গার বলেন, 'ভারতীয় দলের হেড কোচ হওয়া নিশ্চিতভাবেই ক্রিকেট বিশ্বের সব থেকে বড় চাকরি। প্রথমত, যে পরিমাণ ক্রিকেট খেলা হয়, প্রত্যাশা থাকে বিপুল। এটা দুর্দান্ত একটা চ্যালেঞ্জ হবে। সেই সঙ্গে এটা দারুণ উপভোগ্য এবং আইসিসি ট্রফি জয়ের দারুণ সুযোগ হবে।'
২০১৮ সালে বল-টেম্পারিং কেলেঙ্কারির পর তিনি ড্যারেন লেম্যানের স্থলাভিষিক্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়াকে কোচিং করানো একটি চ্যালেঞ্জিং কাজ। ল্যাঙ্গার সেই সম্পর্কে কথা বলেছিলেন এবং ভারতীয় দলের কোচিংয়ের মতো একটি অতিরিক্ত -চাপের কাজের জন্য 'সময়' সঠিক হওয়া উচিত বলে তিনি মনে করেন।
ল্যাঙ্গার আরও বলেন, 'এই সমস্ত কিছুর সাথে, সময়টি সঠিক হওয়া উচিত। আমি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাথে চার বা তার বেশি বছর কাজ করেছি। এটি ক্লান্তিকর। রাহুল দ্রাবিড় এবং রবি শাস্ত্রীও সম্ভবত একই কথা বলবে যে, ভারতীয় দলে জয়ের চাপটা থাকে অতিমাত্রায়। আমি নিশ্চিত, দ্রাবিড়ের পরে যে দায়িত্ব নেবে, সে এই প্রজেক্টে কাজ করতে মুখিয়ে রয়েছে।'
বিসিসিআই ইতোমধ্যেই টিম ইন্ডিয়ার নতুন কোচের খোঁজ শুরু করেছে। ভারতের হেড কোচ চেয়ে তারা বিজ্ঞপ্তি জারি করেছে। ঝুলিয়ে দেওয়া হয়েছে যোগ্যতামান। ২৭ মে-র মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই নতুন কোচ বেছে নেওয়ার কাজ সম্পন্ন করতে পারে বিসিসিআই। কারা আবেদন করছেন, তাতেই ইঙ্গিত মিলতে পারে হটসিটে বসবেন কে।
তবে বিসিসিআইয়ের নজরে রয়েছেন আইপিএলের একাধিক কোচ ও মেন্টর। নাইট মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করেছে বলে ভারতীয় গনমাধ্যম জানিয়েছে। এছাড়া আইপিএলের তিনজন বিদেশি কোচের সঙ্গে বোর্ড কর্তারা কথা বলেছেন বলে শোনা যাচ্ছে। তিন বিদেশি কোচের মধ্যে একজন হলেন লখনউ সুপার জায়ান্টসের জাস্টিন ল্যাঙ্গার। বাকি দু'জন হলেন দিল্লি ক্যাপিটালসের রিকি পন্টিং ও চেন্নাই সুপার কিংসের স্টিফেন ফ্লেমিং।