Image

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ

আগামী ৩ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন চট্টগ্রামের দর্শকরা। যেখানে সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫০০ টাকা।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে। ১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে ৫ম টি-টোয়েন্টি মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।

চট্টগ্রাম পর্বে টিকিটের সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা আর ক্লাব হাউজের ৫০০ টাকা। এছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে ওয়েস্টার্ন স্ট্যান্ড টিকিটের মূল্য।

আগামী ২ মে থেকে সাগরিকা টিকিট কাউন্টার, নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবে সমর্থকেরা। সময় নির্ধারিণ করা হয়েছে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত।

 

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বের টিকিট-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা

রুফ টপ হসপিটালিটি- ১৫০০

ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০

ক্লাব হাউজ- ৫০০

ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০

ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০

Details Bottom