Image

'এটিই বাংলাদেশের সেরা টেস্ট দল'- হার্শা ভোগলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'এটিই বাংলাদেশের সেরা টেস্ট দল'- হার্শা ভোগলে

'এটিই বাংলাদেশের সেরা টেস্ট দল'- হার্শা ভোগলে

'এটিই বাংলাদেশের সেরা টেস্ট দল'- হার্শা ভোগলে

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক ভারতের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। টেস্টে বাংলাদেশ ও ভারতের পরিসংখ্যান ঘাটলে অসম এক লড়াইয়ের চিত্রই ফুটে উঠবে, যেখানে ভারতের আধিপত্য। তবে এবারে বাংলাদেশ দল লড়াই করবে বলে মনে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। 

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা করেছেন হার্শা ভোগলে। সেখানে তিনি উল্লেখ করেছেন এটিই তাঁর দেখা বাংলাদেশের সেরা টেস্ট দল। 

হার্শা ভোগলের বিশ্লেষণ ক্রিকেট৯৭ পাঠকদের জন্য তুলে ধরা হল- 

'আমি খুবই খুশি যে ভারত আরও একবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দুঃখজনকভাবে এই দেশটি খুব বেশি আমন্ত্রণ পায় না। ২০১০ এর পর থেকে বাংলাদেশ দল ইংল্যান্ডে টেস্ট খেলতে যায়নি। আর অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া তাদেরকে কেবল একবার টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছিল, সেটাও ২০০৩ সালে, অফ সিজনে। তো খুবই খুশি যে ভারত তাঁদের দায়িত্ব পালন করছে, বাংলাদেশকে ভারতে ডেকে টেস্ট খেলছে।' 

'এটা যখন বলছি, তখন এটাও সত্য যে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পালসটা বেশি থাকে না। এর আগে বাংলাদেশ যখন এসেছে তাঁরা সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তাঁরা ১৩ টেস্ট খেলেছে ভারতের সাথে, কয়েক ম্যাচ ড্র করেছে বৃষ্টির বদান্যতায়, হেরেছে ১১ টিতেই। একটা ম্যাচ জয়ের খুব কাছাকাছি গিয়েছিল, তবে আমি তাঁদের ম্যাচ শেষ করার তেমন ক্ষুধা দেখিনি। শেষবার তাঁরা যখন ২০১৯ এ পিংক বল টেস্ট খেলতে এল আমি আসলে তাঁদের লড়াই করার ক্ষুধা দেখিনি।' 

'এসব মাথায় রেখেও আমি কেনো এবার বাংলাদেশের ভারতে আসা নিয়ে আগ্রহী? কারণ আমি সত্যিই বিশ্বাস করি যে অনেক অনেক দিন পর এটা তাদের সেরা টেস্ট দল যা আমি দেখেছি। এমনটা বলার পেছনে কারণও আছে।' 

'প্রথম কারণ পেস। নাহিদ রানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে উঠে আসা অন্যতম উদীয়মান বোলার। আপনি যখনই সত্যিকারের পেস দেখবেন, আপনি বিমোহিত হবেন। আমরা দেখেছি তাকে অনেক ভালো পাকিস্তানি ব্যাটারদের বিপদে ফেলতে। হাসান মাহমুদ সেখানে উইকেট তুলে নিয়েছে। মনে করি তাসকিন আহমেদের শেষ সুযোগ তাঁকে প্রমাণ করার যে কেনো আমরা অনেকেই তাঁকে হাইলি রেট করি। তাঁদের ভালো ৩ গতিময় পেসার আছে।' 

'তবে আমি যেকারণে তাঁদের আরও বেশি রেট করছি কারণ যদি আপনি তাঁদের সেরা ৮ দেখেন, সেখানে ২ জনকে পাবেন যারা উইকেট কিপিং করতে পারে আবার জেনুইন ব্যাটার হিসাবেও খেলতে পারে। এবং আছে দুজন সফল স্পিন বোলিং অলরাউন্ডার। সাকিব আল হাসান অবশ্যই এবং যতবার দেখি ততবারই উন্নতি চোখে পড়ে যার সেই মেহেদী হাসান মিরাজ।' 

'লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দুজনই তৈরি আরও বড় দায়িত্ব নিতে। আমি জানি না সাকিব আর কতদিন খেলবে। তাঁর সময় শেষের পথে। মুশফিকুর রহিম এখনো দারুণ ব্যাটিং করছে। কিন্তু যদি এই দুজন সরে যান তাহলে লিটন ও মিরাজ তাঁদের যোগ্য রিপ্লেসমেন্ট।' 

'আপনি যদি ৫, ৬, ৭, ৮ নম্বরে নামা ব্যাটারদের দিকে তাকান। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ- তাঁরা সবাই ১ ধাপ নিচে ব্যাট করে যেই নম্বরে তাঁরা ব্যাট করতে পারে তার চেয়ে। বাংলাদেশ ব্যাটিং লাইনআপের এরা প্রত্যেকেই একটু নিচেই ব্যাট করে। যা দলের ব্যাটিং গভীরতা ও ব্যাটিং শক্তির জানান দেয়।' 

'তবে তাঁদের টপ ফোর থেকে রান দরকার। বিশেষ করে দুজনের ব্যাট থেকে, যারা পূর্বে তাঁদের জন্য ভালো টেস্ট ব্যাটার হিসাবে প্রমাণিত। তাঁদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ভালো খেলোয়াড় তবে রান খরায় ভুগছেন এখন। আর মুমিনুল হক, যিনি লম্বা সময় ধরে টেস্টে সার্ভিস দিচ্ছেন। ৩ ও ৪ নম্বরে শান্ত ও মুমিনুলকে রান করতে হবে। এবং তাঁদের এমন ওপেনার খুঁজে পেতে হবে যারা রান করবে। আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে ট্রিকি রান চেজে তাঁদের ওপেনার রান করেছে। সেদিন যেভাবে জাকির হাসান ব্যাটিং করেছে সেটা দেখে ইমপ্রেসড হয়েছি। সাদমান ইসলামের কাছ থেকে আরও কিছু দেখতে চেয়েছিলাম। মাহমুদুল হাসান জয় ইনজুরিতে ছিলেন, তাঁকে সেভাবে দেখা হয়নি। টপ ফোর থেকে রান না এলে ৫-৮ এ নামা ব্যাটারদের চাপে ফেলে, তাই টপ ফোর রান করাটাই বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হবে।' 

'আমি মনে করি না বাংলাদেশ ভারতে এমন উইকেট পাবে যা তাঁরা বাংলাদেশে পেয়ে অভ্যস্ত। ভারত তাদেরকে টার্নিং উইকেট দেবে না, কারণ তেমন হলে দুই দলের মধ্যে পার্থক্য কমে যাবে। বাংলাদেশের সাকিব, তাইজুল, মিরাজ- ৩ জন কোয়ালিটি ফিঙ্গার স্পিনার আছে। বাংলাদেশে টেস্ট ম্যাচে যেমনটা হয়েছিল এরপর ভারত এই সুযোগ নেবে বলে মনে হয় না। ভারত পেস সহায়ক উইকেট প্রস্তুত করলে অবাক হবেন না।' 

'বুমরাহ, সিরাজ, হয়তো বেশি পেসের আকাশদ্বীপ বা বাঁহাতি ইয়াশ দয়াল। বাংলাদেশের সামনে অনেক পেস অপেক্ষা করছে। এটাই তাঁদের চ্যালেঞ্জ- তাঁরা কি পেস, বাউন্স, মুভমেন্টের সামনে দাঁড়াতে পারবে? ভারত তাদেরকে হাই কোয়ালিটি পেস, বাউন্স ও মুভমেন্টের সামনে দাড় করাবে। বাংলাদেশের ব্যাটাররা এটা সামলে নিলে তারপর অপেক্ষা করছে অশ্বিন, জাদেজা, কুলদ্বীপ (আমি জানি না সে খেলবে কিনা)। বাংলাদেশ খুবই হাই কোয়ালিটি বোলিংয়ের মুখোমুখি হবে।' 

'ভারত ফেভারিট হিসেবে শুরু করবে, আমি বলব তারা স্পষ্ট ফেভারিট। আমি বাংলাদেশ দল থেকে লড়াই দেখতে চাইব যা পূর্বে দেখা যায়নি। বাংলাদেশ লড়াই করলে ভালো একটা টেস্ট সিরিজ হবে।'  

 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলি অনিক। 

প্রথম টেস্টে ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাব পান্ট (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও ইয়াশ দয়াল। 

Details Bottom