Image

রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই

রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই

রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। গতকাল নিউইয়র্কে ভারতীয় দলের অনুশীলন শুরুর আগে দ্রাবিড় নিজেই দিয়েছেন এমন খবর। কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই। 

হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'কোচিং করাতে ভালই লাগে। ভারতের কোচ হিসাবে সময়টা উপভোগ করেছি। বিশেষ ধরনের একটা কাজ। এই দলটার সঙ্গে কাজ করেও ভাল লেগেছে। তবে যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে মনে হয় না আর আবেদন করব। যে ক’টা ম্যাচে ভারতকে কোচিং করিয়েছি প্রতিটা আমার কাছে গুরুত্বপূর্ণ। শেষ প্রতিযোগিতায় দায়িত্বে রয়েছি বলেই এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ তা মোটেই নয়।'

রোহিত শর্মা, ভিরাট কোহলিরা বিশ্বকাপ খেলতে এখন আমেরিকায়। এরমধ্যেই আলোচনা চলছে দলটির নতুন কোচ নিয়ে। বর্তমানে ভারতীয় দলের কোচ রয়েছেন রাহুল দ্রাবিড়। তার মেয়াদ শেষ হচ্ছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

এমন অবস্থায় নতুন হেড কোচ খুঁজছে বিসিসিআই। বহু বিদেশী তারকা থেকে শুরু করে একাধিক প্রাক্তন ভারতীয়ের নাম জুড়েছে তালিকায়। কিন্তু এখনো নিশ্চিত হয়নি টিম ইন্ডিয়ার আগামী কোচ কে হতে চলেছেন। জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। সব ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরই হতে চলেছেন ভারতের পরবর্তী কোচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three