Image

আইপিএল ফেরত মুস্তাফিজকে নিয়ে যা বললেন দুই দেশের অধিনায়ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল ফেরত মুস্তাফিজকে নিয়ে যা বললেন দুই দেশের অধিনায়ক

আইপিএল ফেরত মুস্তাফিজকে নিয়ে যা বললেন দুই দেশের অধিনায়ক

আইপিএল ফেরত মুস্তাফিজকে নিয়ে যা বললেন দুই দেশের অধিনায়ক

আজ সন্ধ্যা ৬টায় সিরিজের ১ম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আইপিএল ছেড়ে দেশে ফিরলেও প্রথম তিন টি-টোয়েন্টির দলে নেই মুস্তাফিজুর রহমান। তবুও ফিজ যেন সবার ভাবনায়। জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজাও মানছেন, আইপিএল অভিজ্ঞতা দারুণভাবে কাজে আসবে মুস্তাফিজের। এর আগে বাংলাদেশ অধিনায়ক সতীর্থ ফিজকে নিয়ে করলেন প্রশংসা, তারকা এই পেসারের ওপর রাখছেন বড় আশাও।

চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচ খেলা বাঁহাতি পেসার মুস্তাফিজের এবারের মৌসুমটা কেটেছে দুর্দান্ত। পাঞ্জাবের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচেও বল হাতে নজর কেড়েছেন। তবে ৯ ম্যাচ খেলা দ্য ফিজ এই প্রথম উইকেটশূন্য থাকলেন। টুর্নামেন্টে ওভারপ্রতি ৯.২৬ করে রান দিয়ে ১৪ উইকেট নিয়ে ফিজ ফিরে আসেন দেশে।

মুস্তাফিজুর রহমানের আইপিএল পারফরম্যান্স জাতীয় দলের অ্যাসাইনমেন্টে কাজে লাগবে কিনা? গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে ফিজকে নিয়ে আসা এমন প্রশ্নের জবাবে নাজমুল হোসেন শান্ত বলেন,

‘অবশ্য কাজে দেবে। আমার মনে হয় যে ধরনের আবহে ও খেলল, যে টুর্নামেন্ট খেলল অনেক বড় একটা টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস তো তৈরি হবে। ওখানে আরও বড় বড় ব্যাটারদের বল করেছে। সবথেকে বড় কথা ভালো উইকেটের মধ্যে ভালো বল করেছে। ওই আত্মবিশ্বাস নিয়েই তো আসবে অবশ্যই। এটা যদি এখানেও এই পারফরম্যান্স করতে পারে অবশ্যই আমাদের দল দেখা যাবে অনেক এগিয়ে যাবে। ’

আগেই জানা গিয়েছিল ১ মে সর্বশেষ ম্যাচ খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অভিযান এবারের মতো শেষ হয়ে যাবে মুস্তাফিজুর রহমানের। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়পত্র (এনওসি) দিয়েছে এদিন পর্যন্তই। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তাকে আগেভাগেই দেশে ফেরাতে চেয়েছে বিসিবি। যদিও অনেকের দাবি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ না খেলে বরং আইপিএলে থাকলেই বেশি উপকার হবে মুস্তাফিজের।

গতকাল জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নিজের আইপিএল অভিষেক ও মুস্তাফিজের জার্নি প্রসঙ্গে বলেছেন,

'আইপিএল অন্যতম বড় লিগ। আলহামদুলিল্লাহ সেখানে খেলতে পেরেছি। যে-ই আইপিএল খেলুক, সেখানকার অভিজ্ঞতা, শিক্ষা, আত্মবিশ্বাস অবশ্যই জাতীয় দলে কাজে লাগবে। এমনকি যে শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, আইপিএলের অভিজ্ঞতা তারও কাজে লাগবে। তাই আমি নিশ্চিত ফিজ (মুস্তাফিজ) ভাইকে আইপিএলের অভিজ্ঞতা জাতীয় দলে ভালো খেলতে সাহায্য করবে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three