Image

টি-টোয়েন্টিতে দুইশো রান টপকে উইন্ডিজ এ দলকে হারাল নেপাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টিতে দুইশো রান টপকে উইন্ডিজ এ দলকে হারাল নেপাল

টি-টোয়েন্টিতে দুইশো রান টপকে উইন্ডিজ এ দলকে হারাল নেপাল

টি-টোয়েন্টিতে দুইশো রান টপকে উইন্ডিজ এ দলকে হারাল নেপাল

ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে নেপাল। স্বাগতিক দল নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ এ দলের মধ্যে ৫ ম্যাচের এক টি-টোয়েন্টি সিরিজ চলমান রয়েছে। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশটি। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নেপাল ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

টসে জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল অধিনায়ক রোহিত পুড়েল। রোহিতের ব্যাটে চড়েই মূলত জয়ের সুবাতাস মিলেছে দলটির। বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দলীয় ১২ ও ৩৮ রানে দুই ওপেনার ফেরেন।

এরপর তিনে নামা রোহিত দলের পক্ষে হাল ধরেন। দারুণ ব্যাটিং নৈপূন্য দেখিয়ে বড় শটে বল বাউন্ডারি ছাড়া করতে থাকেন। তাকে সমর্থন দিয়েছেন কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং আইরি। যদিও দুজনের কারও ইনিংস বড় হয়নি।

রোহিত ফিফটি ছাড়িয়ে শতকের দেখাও পেয়ে যান। ততক্ষণে নেপালের জন্য ম্যাচটি অনেক সহজ হয়ে এসেছে। ৫৪ বলে ১১২ রান করা রোহিত খেলেছেন ১০ টি চার, ৬ টি ছক্কা।

১৯তম ওভার চলাকালীন ম্যাথু ফোর্ডের শিকার হয়ে ফিরেছেন এই ব্যাটার। তখন দলের সংগ্রহ ১৯২ রান। বাকিটা গুলশান ঝা ও প্রতিশ জি সি মিলে শেষ করেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান, গুলশান পর পর দুইটি বাউন্ডারি আদায় করে নেন। নিশ্চিত হয় নেপালের জয়।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের পক্ষে দলীয় অধিনায়ক রস্টন চেজের ৪৬ বলে ৭৪ রানের ইনিংস বড় ভূমিকা রেখেছে। এছাড়াও ওপেনার আলিক আথানেজের ২৫ বলে ৪৭ রান, কেসি কার্টির ২৬ বলে ৩৮ রান দুইশো ছাড়িয়ে যেতে সাহায্য করেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three