Image

২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মহসিন শেখকে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন তিনি, যার শুরুটা হচ্ছে মে, ২০২৪ থেকে।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।  

 

পাকিস্তানি বংশোদ্ভূত মহসিন শেখ ২০২৩ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে টাইগারদের অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন। নতুন ভাবে দায়িত্ব পাওয়া মহসিন শেখ কাজ করবেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে। 

মহসিন শেখ এর আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পক্ষে কাজ করেছেন। কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষেও। বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ), আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ), পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ও বিগ ব্যাশ লিগ (বিবিএল) এও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। 
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three