Image

সাকিবের পরিয়ে দেওয়া ক্যাপে হাসানের স্বপ্নের শুরু, অভিষেক টেস্ট খেলেই বাদ রানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের পরিয়ে দেওয়া ক্যাপে হাসানের স্বপ্নের শুরু, অভিষেক টেস্ট খেলেই বাদ রানা

সাকিবের পরিয়ে দেওয়া ক্যাপে হাসানের স্বপ্নের শুরু, অভিষেক টেস্ট খেলেই বাদ রানা

সাকিবের পরিয়ে দেওয়া ক্যাপে হাসানের স্বপ্নের শুরু, অভিষেক টেস্ট খেলেই বাদ রানা

এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন। সাকিবের ফেরার ম্যাচে বাংলাদেশের টেস্ট জার্সিতে অভিষেক ঘটল পেসার হাসান মাহমুদের। ফলে এক টেস্ট খেলেই বাদ গেলেন তরুণ পেসার নাহিদ রানা। অভিষেক টেস্টে অবশ্য বল হাতে খারাপ করেননি রানা, দুই ইনিংস মিলিয়ে পেয়েছিলেন ৫ উইকেট। জানা গেছে, চোটের কারণেই এই ম্যাচে বাইরে থাকছেন রানা। 

ডানহাতি পেসার হাসান মাহমুদ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও লাল বলের ক্রিকেটে দেশের হয়ে আজই প্রথম ম্যাচ খেলতে নামলেন। সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ পেলেন অভিষিক্ত হাসান মাহমুদ।

সিলেট টেস্টে বিবর্ণ হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। তবে টসে হেরে আগে বোলিং করতে হচ্ছে সাকিব, খালেদদের। অভিষেক হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। জাতীয় দলের হয়ে ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনও টেস্ট খেলা হয়নি এই পেসারের। ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৯ উইকেট নেওয়া হাসান মাহমুদ আজ নামছেন সাকিব-শান্তদের সঙ্গে সাদা পোশাকে।

সিলেটেই অভিষেক হয়েছিল নাহিদ রানার। প্রথম ইনিংসে তার শিকার দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। সিলেটে সেদিন নাহিদ রানার ব্রেকথ্রুতেই ২০২ রানের জুটি ভাঙে লঙ্কানদের, পরপর তিন ওভারে ৩ উইকেট যায় নাহিদ রানার ঝুলিতে। দ্বিতীয় ইনিংসে অবশ্য নাহিদ রানার পেসেই বাংলাদেশ পায় লঙ্কানদের প্রথম উইকেট। তিনে নামা কুশল মেন্ডিসকেও প্যাভিলিয়নের পথ দেখান দ্রুত।

গড়ে প্রায় ১৪৫ কিলো প্রতি ঘন্টা বেগে বল ছুঁড়তে পারা রানা পরের ম্যাচেই জায়গা হারালেন একাদশ থেকে। কিন্তু এই টেস্টেই তো নাহিদ রানা ছুঁয়েছিলেন অনন্য এক রেকর্ড। সেই ২০০১ সালে পেসার মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে পাঁচটির বেশি উইকেট শিকার করেছিলেন। এরপর বহু বছর কেটে গেছে, কিন্তু পরের নামটা নাহিদ রানার। দিলেট টেস্টের দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৫ উইকেট। বহুকাল বাদে অভিষেকে নিজেকে প্রমাণ করতে পারলেন কোন এক বাংলাদেশি পেসার। ২০০১ সালের পর আক্ষেপ শেষ করা নাহিদ রানা এবার জায়গা ছাড়লেন আরেক অভিষিক্ত পেসারের কাছে।

সিলেটে ৩২৮ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে সফরকারী শ্রীলঙ্কা। ২০২৩-২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে সমতা আনতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। টসে জিতে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা। সাগরিকার ব্যাটিং প্যারাডাইসে দুই ওপেনারের ব্যাটে লঙ্কানদের দারুণ শুরু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three