Image

দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের, ব্যক্তিগত লক্ষ্য নেই সাকিবের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের, ব্যক্তিগত লক্ষ্য নেই সাকিবের

দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের, ব্যক্তিগত লক্ষ্য নেই সাকিবের

দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের, ব্যক্তিগত লক্ষ্য নেই সাকিবের

সাকিব আল হাসানের ব্যক্তিগত লক্ষ্য নেই। তবে দলের জয়ে ভূমিকা রাখা, দেশকে প্রতিনিধিত্ব করায় গর্বিত হওয়ার সুযোগ সবসময় গ্রহণ করতে চান। আজ (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির সাথে একটি চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিশ্ব সেরা সেই অলরাউন্ডার। 

টেস্ট ক্রিকেটে ফিরতে পেরেও আনন্দিত বোধ করছেন সাকিব। চোট ও বিশ্রাম দুইয়ে মিলে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজেও খেলা হয়নি এই অলরাউন্ডারের। তবে দেশের হয়ে আবার ফিরতে পেরে গর্বিত ও আনন্দিত তিনি। 

লক্ষ্যের প্রসঙ্গ আসতে সাকিব বলেন,  

“ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোন সময় আমার ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে আমার কোন চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি দলকে কিভাবে সাহায্য করা যায়, দলের জন্য অবদান রাখার চেষ্টা করা। দেশের হয়ে পারফর্ম করা, দেশের প্রতিনিধিত্ব করা স্বাভাবিকভাবেই গর্বের বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত।”

 

সিরিজের প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে করুণ পারফর্ম করেছিল দল। সিলেটের সেই হারের পর এখন সময় দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য। সাকিবের ফেরায় দলের শক্তিমত্তা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। বাংলাদেশের এই অলরাউন্ডার ক্রিকেটার মনে করেন, লঙ্কানদের সাথে ম্যাচ জেতা উচিত, বেশ ভালো করা উচিত। 

“আশা তো সবসময়ই করি যে জিতব। টেস্ট ক্রিকেটে সবসময় আমরা ধুঁকেছি আমাদের জন্য কঠিন। আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।”

Details Bottom