Image

বিপিএলে শাকিব খানের দলের নাম 'ঢাকা ক্যাপিটালস'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলে শাকিব খানের দলের নাম 'ঢাকা ক্যাপিটালস'

বিপিএলে শাকিব খানের দলের নাম 'ঢাকা ক্যাপিটালস'

বিপিএলে শাকিব খানের দলের নাম 'ঢাকা ক্যাপিটালস'

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর অভিনেতা শাকিব খান তার কেনা বিপিএল ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করলেন আজ। আসন্ন বিপিএলে মাঠ মাতাবে নতুন দল 'ঢাকা ক্যাপিটালস'। 

আসন্ন বিপিএল ১১তম আসরে টিম ঢাকার অফিশিয়াল নাম, ‘ঢাকা ক্যাপিটালস’। রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান আজ ‘ঢাকা ক্যাপিটালস’ এর  নাম ও লোগো উন্মোচন করেন।

শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। 

আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। এই অভিনেতা তার দল সম্পর্কে বলেন, আমি আশা করি আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্খিত সাফল্য।

আগামী ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে ২০২৫ সালের পুরো জানুয়ারিতে চলার কথা বিপিএল। এ মাসেই হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three