Image

'রিয়াদ ভাইয়ের জন্য ভারত সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'রিয়াদ ভাইয়ের জন্য ভারত সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ'

'রিয়াদ ভাইয়ের জন্য ভারত সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ'

'রিয়াদ ভাইয়ের জন্য ভারত সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ'

৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভারত সিরিজটি। জানালেন, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রিয়াদ থাকবেন কিনা সেটা পরিস্কার না করলেও নির্বাচকদের সাথে কথা বলতে পারেন রিয়াদ, তা জানিয়েছেন শান্ত।

সংবাদসম্মেলনে শান্ত বলেন, "আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়ত নির্বাচকদের সাথে কথাও বলবেন। আমি খুব একটা ক্লিয়ার না। অবশ্যই নির্বাচক ও বোর্ডের সাথে যোগাযোগ হবে।"

ভারত সফরে মাহমুদউল্লাহ রিয়াদ থাকায় অনেকেই করেছেন সমালোচনা। ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে কেনো রিয়াদের জায়গায় শামীম পাটোয়ারীকে নেয়া হলোনা এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে রিয়াদের সাথে শামীমের এমন তুলনাকে সায় দিচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক। 

তিনি বলেন, "ভাই কার সাথে কার তুলনা করছেন? রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ অনেক ম্যাচ হয়ত শেষ করে আসতে পারেননি। কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে উনার অনেক অবদান আছে। শামীম তরুণ, খুবই ভালো করছে। কিন্তু এই জায়গায় এখনই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলকে ভালোভাবে সার্ভিস দিবে। রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেনি এটা আমার কাছে একদমই ম্যাটার করে না।"

সাকিব আল হাসানের জায়গায় দলে ফিরেছেন মিরাজ। এই দুজনকে নিয়ে অধিনায়ক বলেন," যদি দেশের মাটিতে গিয়ে খেলতে পারেন, বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়ের জন্য স্বস্তির ব্যাপার। সাকিব ভাই নেই এটা নতুন ব্যাপার। মিরাজ আছে, আশা করব মিরাজ ভালো শুরু দিবে। সাকিব ভাই এতদিন ছিল। এখন সমস্যা বলব না, তবে একাদশ সাজাতে একটু তো অসুবিধা হবে। উনি দুই দিক থেকেই ভালো অবদান রাখতেন। আমরা মিরাজকে দলে নিয়েছি। আশা করব মিরাজ ঐ জায়গা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করবে।"

ভারতের গোয়ালিয়রে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই শান্তর, "নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। আমরা ভালো আছি। মাঠে নিরাপদে আসতে পারছি। আশা করছি খেলাও সুন্দরভাবে হবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three