হোয়াইটওয়াশ ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
- 1
বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 2
ইংল্যান্ডের টম ও স্যাম কারেনের ভাই বেন কারেন জায়গা পেলেন জিম্বাবুয়ের স্কোয়াডে
- 3
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
- 4
দলের প্রয়োজনেই মিরাজ করেছেন স্লো ব্যাটিং
- 5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন টেস্টের সিরিজ হওয়া উচিত?
হোয়াইটওয়াশ ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
হোয়াইটওয়াশ ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইতিহাস গড়ে ভারতকে হোয়াইট ওয়াশ করেছে নিউজিল্যান্ড। এই হারে ২৪ বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হবার তেতো স্বাদ পেয়েছে ভারত। তৃতীয় ও শেষ টেস্টে শ্বাসরুদ্ধকর ম্যাচে কিউইরা ভারতকে হারিয়েছে ২৫ রানে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকে থাকার লড়াইয়ে দুই দলের জন্যই ম্যাচটি ছিল গুরত্বপূর্ণ। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করে ২৩৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউইদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ড্যারিল মিচেল। তাছাড়া ৭১ রান করেন উইং ইয়ং। আর কেউ তেমন কিছু করতে পারেনি। অধিনায়ক টম ল্যাথামের ২৮ আর গ্লেন ফিলিপসের ১৭ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেনি।
ভারতের হয়ে প্রথম ইনিংসে কিউই ৫ ব্যাটারকে একাই আউট করেছেন রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দর উইকেট নিয়েছেন ৪ টি।
প্রথম ইনিংসে ২৬৩ রান করে ২৮ রানের লিড নেয় ভারত। সেঞ্চুরি মিস করে আউট হন শুবমান গিল, আউট হন ৯০ রানে। অর্ধশতক পূর্ণ করে ৬০ রানে ফেরেন রিশাব পান্ট। বল হাতে ৪ উইকেট নেয়ার পর এবার ব্যাট হাতে ৩৮ রান করেন ওয়াশিংটন সুন্দর। কিউইদের হয়ে ৫ উইকেট নেন এজাজ প্যাটেল।
২৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন উইল ইয়ং। গ্লেন ফিলিপস ২৬ ও ডেভন কনওয়ে করেন ২২ রান।
দ্বিতীয় ইনিংসেও ফাইফারের দেখা মেলে রবীন্দ্র জাদেজার। ৩ টি উইকেট পান রবিচন্দ্রন আশ্বিন।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৮ রানের। কিন্তু নিউজিল্যান্ডের বোলাররা চড়াও হয়ে উঠে ভারতের টপ অর্ডারের উপর। মাত্র দলীয় ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মা,ভিরাট কোহলি, শুবমান গিলরা এদিন সবাই ব্যর্থ।
এক প্রান্তে দলের হাল ধরার চেষ্টা করেন রিশাব পান্ট। তুলনামূলক মারমুখী ইনিংস খেলে দলকে এগিয়ে নিতে থাকেন তবে অপর প্রান্তে তাকে সঙ্গ দেননি কেউ। জাদেজাকে নিয়ে ৫৩ বলে ৪২ রানের ছোট পার্টনারশিপ করেন রিশাব। তখন ও জেতার জন্য লড়ে যেতে থাকে ভারত।
রিশাব ও সুন্দরের ৩৪ বলে ৩৫ রানের জুটি ভাঙ্গে পান্ট আউট হলে। ৫৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। শেষে গ্লেন ফিলিপস দুই বলে দুই উইকেট নিলে ম্যাচ কার্যত হেরে যায় ভারত, ফিনিশিং টাচ দেন এজাজ প্যাটেল। নিউজিল্যান্ড জয় পায় ২৫ রানের।
দ্বিতীয় ইনিংসে কিউইয়ের হয়ে ৬ উইকেট মেন এজাজ প্যাটেল। ৩ উইকেট গ্লেন ফিলিপসের।
১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এজাজ প্যাটেল এবং সিরিজ সেরা হন উইং ইয়ং।