ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের তারুণ্যনির্ভর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের তারুণ্যনির্ভর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের তারুণ্যনির্ভর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের তারুণ্যনির্ভর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

আগামী ৬, ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। টানা ক্রিকেট খেলার ক্লান্তিতে এই সিরিজে সেরা তারকাদের রাখেনি ভারত। অন্যদিকে একদল তরুণ ক্রিকেটারদের নিয়ে ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষনা করেছে জিম্বাবুয়ে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তরুণ আন্তুম নাকভিকে দলে অন্তর্ভূক্ত করেছে জিম্বাবুয়ে। ২৫ বছর বয়সী নাকভি বেলজিয়ামে জন্মগ্রহণ করেছেন। জিম্বাবুয়ের নাগরিকত্ব নিশ্চিত করে তাকে দলে রাখা হয়েছে।

নাকভির বাবা মা পাকিস্তানি। কিন্তু তিনি আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন।  ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১৪৬.৮০।  প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় রান ৭২ এবং লিস্ট এ ক্রিকেটে ৭৩.৪২।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহনের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পরে নতুন প্রধান কোচ জাস্টিন স্যামন্স জিম্বাবুয়ে দলকে পুনর্গঠনের চেষ্টা করছেন। তারজন্য তিনি একদল তরুণদের স্কোয়াডে বেছে নিয়েছেন যার গড় বয়স ২৭। এবং যারা মোট ৫৫৮ টি ম্যাচ খেলেছেন।

জিম্বাবুয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ৩৮ বছর বয়সী সিকান্দার রাজা। তারপরেই আছেন ২৯ বছর বয়সী লুক জঙ্গে। দলের অন্য সিনিয়র খেলোয়াড় হলেন ২৬ বছর বয়সী রিচার্ড এনগারাভা, তিনি খেলেছেন ৫২ টি ম্যাচ। তারপরেই আছেন ২৭ বছর বয়সী ব্লেসিং মুজারাবানি।

 

ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড:

সিকান্দার রাজা ( অধিনায়ক) , ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জঙেগ, ইনোসেন্ট কায়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভ্রে, তাদিওয়ানাশি মারুমানি,ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডল মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা এবং মিল্টন শুম্বা।

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- 

শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সয়াওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক), নিতিশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে।