Image

অস্ট্রেলিয়ার মাঠে এইচপি দলের ওয়ানডে জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার মাঠে এইচপি দলের ওয়ানডে জয়

অস্ট্রেলিয়ার মাঠে এইচপি দলের ওয়ানডে জয়

অস্ট্রেলিয়ার মাঠে এইচপি দলের ওয়ানডে জয়

অস্ট্রেলিয়া সফরে ১ম একদিনের ম্যাচে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ১১২ রানের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি। ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে অল্পতে, করতে পারে কেবল ১৩৮। তানজিদ তামিম, পারভেজ ইমনের শতরানের জুটিতে ম্যাচের শুরু, বোলারদের পারফর্ম্যান্সে নিশ্চিত হল বড় জয়। 

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫০ রান করেছিল বাংলাদেশ এইচপি। দলের পক্ষে ফিফটি করেন তানজিদ হাসান তামিম (দলীয় সর্বোচ্চ ৫৩), আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। শেষদিকে আবু হায়দার রনি করেন ৩৮ রান। আর তাতেই বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ। 

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এইচপি উদ্বোধনী জুটিতেই দেখায় দাপট। ইনিংসের ২০ তম ওভারে পারভেজ হোসেন ইমনের বিদায়ে ভাঙে শতরানের ওপেনিং জুটি। ফিফটির খুব কাছে গিয়েও ৩ রানের আক্ষেপে পুড়েন ইমন, তবে আরেক ওপেনার তানজিদ তামিম পঞ্চাশ ছুঁতে আর ভুল করেননি। তিনে নামা জিশান আলম সমান ১ ছয় ও চারে করেন ১১। এরপর ব্যক্তিগত ৫৩ রানে তানজিদ তামিমেরও বিদায়। 

৬ রানের বেশি করতে পারেননি সফরের ওয়ানডে অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। মাঝে সহ-অধিনায়ক আকবর আলি ২৬, শামীম হোসেনের ২০ আর মাহফুজুর রহমান রাব্বির ১৭ রান দলের সংগ্রহ ছাড়িয়ে নিয়ে গেছে দুইশো। শেষ পর্যায়ে আবু হায়দার রনি দেখালেন দায়িত্বশীল ব্যাটিং, ৪১ বলে করেন গুরুত্বপূর্ণ ৩৮ রান। আর তাতেই বাংলাদেশের রান সংগ্রহ আড়াইশো।  

এরপর বল হাতে চার জনের জোড়া শিকার। মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাকিবুল হাসান যথাক্রমে দু'টি করে উইকেট দখলে নিয়েছেন। ফলে নির্ধারিত ওভারের আগেই নর্দার্ন টেরিটরি গুটিয়ে গেছে কেবল ১৩৮ রানে। 

নর্দার্ন টেরিটরির ব্যাটাররা ডারউইনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বাংলাদেশি বোলারদের সামনে। ব্যাট হাতে রানের দুই অংকের ঘর ছুঁয়েছেন কেবল ৪ জন। ওপেনার জ্যাকব ডিকম্যানই খেলেছেন সর্বোচ্চ ৫১ রানের ইনিংস, তাও আবার ৮৭ বলে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ আসে হামিশ মার্টিনের ব্যাট থেকে। শেষ পর্যন্ত তারা সবক'টি উইকেট হারিয়ে বসে নির্ধারিত ইনিংসের ৮ ওভার আগেই। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three