প্রথমবারের মত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন রবীন্দ্র
প্রথমবারের মত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন রবীন্দ্র
প্রথমবারের মত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন রবীন্দ্র
প্রথমবারের মত নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন রাচিন রবীন্দ্র। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়ানডে বিশ্বকাপে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। রাচিন রবীন্দ্র ছাড়াও প্রথমবার চুক্তিতে থাকার প্রস্তাব পেয়েছেন বেন সিয়ার্স, উইল ও’রোক এবং জ্যাকব ডাফি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছিলেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে ১০ ম্যাচে ৫৭৮ রান করেছিলেন নিউজিল্যান্ডের এই তরুণ তারকা ব্যাটার। যা কিনা আসরের চতুর্থ সর্বোচ্চ। তার ১০ ইনিংসে মধ্যে তিনটি ই ছিলো সেঞ্চুরি। তারপরে আইপিএলে ডাক পান চেন্নাই সুপার কিংসে। তবে এবার রাচিন রবীন্দ্র পেলেন আরো বড় পুরস্কার। ভালো খেলার পুরস্কার স্বরূপ কিউইদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন রাচিন।
ছোটবেলায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার স্বপ্ন দেখতেন রাচিন। সেই স্বপ্ন সত্যি হওয়ায় রাচিন বলেন, 'বেড়ে ওঠার দিনগুলিতে যখন দেখতাম প্রতি বছরই চুক্তির তালিকা দেওয়া হচ্ছে, তখন ভাবতাম যে একদিন আমিও থাকব। এখন সেটা সত্যি হচ্ছে, গায়ে চিমটি কেটে দেখার মতো মুহূর্ত এটি। গত ১২ মাস দারুণ কেঠে আমার আন্তর্জাতিক ক্রিকেটে। অনেক শিখেছি এবং অবশ্যই আরও উন্নতি করতে ও ব্ল্যাকক্যাপদের হয়ে পারফর্ম করতে ক্ষুধার্ত হয়ে আছি।'
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা:
ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’ রোক, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়াং।
অন্যদিকে আগেই জানা গিয়েছিলো এই চুক্তিতে থাকতে রাজি নন কিউইদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। এমনকি এই চুক্তিতে নেই দুই সিনিয়র খেলোয়ার লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। টেস্ট দলে জায়গা হারানো ব্যাটার হেনরি নিকোলস আছেন এই চুক্তিতে । কাইল জেমিসন ও এজাজ প্যাটেলকেও ফেরানো হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে।