আবারও হতে পারে আফ্রো-এশিয়া কাপ!
আবারও হতে পারে আফ্রো-এশিয়া কাপ!
আবারও হতে পারে আফ্রো-এশিয়া কাপ!
প্রথমবারের মত একসাথে, একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে ভিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম, রিজওয়ানদের। যেমনটা একসময় একই দলের হয়ে খেলেছেন ইনজামাম উল হক, কুমার সাঙ্গাকারা, বীরেন্দ্র শেবাগরা। সাবেকদের মত করে আফ্রো-এশিয়া টুর্নামেন্টে একই দলের হয়ে খেলার সম্ভাবনা উঁকি দিচ্ছে বর্তমানদেরও।
আবারও ফিরতে পারে আফ্রো-এশিয়া টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় এশিয়া একাদশ এবং দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কেনিয়ার খেলোয়াড়ের নিয়ে গঠিত হয় আফ্রিকা একাদশ।
২০০৫ ও ২০০৭ সালে মোট ২ বার আফ্রো-এশিয়া টুর্নামেন্ট আয়েজিত হয়েছিলো। ২০০৫ সালে এই সিরিজের প্রথম আসর হয় সেঞ্চুরিয়ন ও ডারবানে। ২০০৭ সালে দ্বিতীয় আসর হয় বেঙ্গালুরু ও চেন্নাইতে। তবে ২০০৭ সালের পর নানান বাস্তবতায় আর আয়োজিত হয়নি আফ্রো-এশিয়া কাপ।
জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার কারণে ফের আয়োজন করা হতে পারে আফ্রো-এশিয়া টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই সদস্য সচিব থাকা অবস্থায় জয় শাহ দ্বি-বার্ষিক আফ্রো-এশিয়া কাপের ধারণা আবার ফেরানোর সম্ভাবনা দেখেছিলেন।
বসওয়ানা ক্রিকেটের প্রধান সুমোদ দামোদার ক্রিকবাজকে এই নিয়ে বলেন, 'আমরা আফ্রো-এশিয়া কাপ পুনরুজ্জীবনের চেষ্টা করছি। জয় পাশে আছেন, মাহিন্দা ভিল্লাপুরাম (মালোয়েশিয়া ক্রিকেটের প্রধান ও আইসিসি পরিচালক) কার্যকরভাবে এই আলোচনায় আছেন।'
দামোদর আগের আফ্রো-এশিয়া কাপ আয়োজনে ভূমিকা রেখেছিলেন। দামোদর বলেন, 'আমাদের এরকমই পরিকল্পনা। এখনো ঠিক হয়নি প্রতিবছর হবে না দ্বি-বার্ষিক হবে। এফটিপির উপর অনেক কিছু নির্ভর করে।'