যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার ও শান্তর অজুহাত
- 1
‘বাংলাদেশ তো চ্যাম্পিয়ন’ ভুল জানতেন আফগান কোচ
- 2
পাকিস্তানকে খোঁচা দিলেন অশ্বিন, তুলনায় টেনে আনলেন বাংলাদেশকে
- 3
রাজনৈতিক সংবেদনশীলতায় সংহতি, হ্যান্ডশেক না করা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া ভারতীয় অধিনায়ক ও পাকিস্তান কোচের
- 4
ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন শোয়েব আখতার
- 5
একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার ও শান্তর অজুহাত
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার ও শান্তর অজুহাত
'আমরা ভালো ব্যাট করিনি, শুরুটা ভালো করলেও মাঝে বেশ কিছু উইকেট হারিয়েছি। আমি মনে করি যদি আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম তাহলে সেটা ভালো হত।'- যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর এভাবেই কথা বলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুধু ব্যাটারদের নয়, শান্ত দুষলেন পেসারদেরও। তিনি বলেন, 'আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তবে শেষ ২-৩ ওভারে আমাদের সিমাররা তাঁদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করি পরবর্তী ম্যাচে তাঁরা ফিরে আসবে।'
উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩৪ রান তোলার পরেও বাংলাদেশ কোনমতে ২০ ওভারে ১৫৩ রান করে। সে রান যে যথেষ্ট নয় তা বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তাঁরা। ১৪.৫ ওভারে ৯৪ রানে ৫ উইকেট ছিল যুক্তরাষ্ট্রের। সেখান থেকে ৩১ বলে দরকার ছিল ৬০ রান। কোরি অ্যান্ডারসন ২৫ বলে অপরাজিত ৩৪ ও হারমীত সিং ১৩ বলে অপরাজিত ৩৩ রান করে যে কাজ ২৮ বলেই সারেন।