'তোমরা ঘুরে দাঁড়াতে পারো, বিশ্বাস রেখে স্কিলে উন্নতি করতে হবে'
'তোমরা ঘুরে দাঁড়াতে পারো, বিশ্বাস রেখে স্কিলে উন্নতি করতে হবে'
'তোমরা ঘুরে দাঁড়াতে পারো, বিশ্বাস রেখে স্কিলে উন্নতি করতে হবে'
চট্টগ্রাম টেস্টের কেবল দুই দিন শেষ হল। তাতেই যেন বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে বড় পরাজয়। একই উইকেট, অথচ দুই দলের ব্যাটিংয়ে দেখা গেল ভিন্ন চিত্র। যে উইকেটে প্রোটিয়ারা করেছে সাবলীল ব্যাটিং, সেখানেই বাংলাদেশের ব্যাটাররা করেছে অসহায় আত্মসমর্পণ। ৪ উইকেট হারানো বাংলাদেশ পিছিয়ে আছে ৫৩৭ রানে। তবুও কামব্যাকের কথা ভাবছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আশা খুঁজছেন রাওয়ালপিন্ডি টেস্ট থেকে।
৩ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৫৭৫ রান। গেল দুই দিনে ১৪৪ ওভারের বেশি ফিল্ডিং করা বাংলাদেশ ব্যাট করতে নেমে দেখল চরম বিপর্যয়। শুরুর ওভারেই কাগিসো রাবাদার শিকার সাদমান ইসলাম। তিনে নামা জাকির হাসান করেন ২। মাহমুদুল হাসান জয় আউট হলে ২৯ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের। টিকলেন না নাইটওয়াচম্যান হাসান মাহমুদও।
এমন বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়াতে খেলোয়াড়দের বিশ্বাস দিচ্ছেন কোচিং স্টাফরা। হতাশায় ভরপুর দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ শোনালেন বাস্তবতা। এমন পরিস্থিতিতেও ক্রিকেটারদের যা বলছেন,
'ক্রিকেট মজার খেলা। ওয়ানডে বা টেস্ট, যাই হোক, এখানে বেসিক ঠিক রাখতে হবে। আপনাকে পরিস্থিতি ও কন্ডিশন বুঝে বেসিকটা ঠিক রেখে খেলতে হবে। এই খেলাটা মূলত বিশ্বাসের। আমি মনে করি, দলের তরুণ ক্রিকেটাররা শিখছে। জাকির, সাদমানরা বিদেশি কোচ হিসেবে আমার জন্য নতুন। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ভুলে গেলে হবে না, পাকিস্তান সিরিজে তারা অনেক ভালো খেলেছে। ২৬ রানে ৬ উইকেট পড়ার পরও ম্যাচ জিতেছে। বারবার এটা বলায় আমি দুঃখিত। কিন্তু এটাই প্রমাণ, যা আমরা কোচরা দেখিয়ে বলি- তোমরা ঘুরে দাঁড়াতে পারো। বিশ্বাস রেখে স্কিলে উন্নতি করতে হবে।'
বাংলাদেশের ক্রিকেটারদের পারফর্ম্যান্সে উন্নতি করতে মুশতাকের টোটকা, 'ক্রিকেট হলো এমন এক খেলা যেখানে ফলাফল নিয়ে না ভেবে প্রক্রিয়া অনুসরণ করে যেতে হবে। ফলাফল এলে প্রক্রিয়াও তৈরি হয়ে যায়। ভালো খেলোয়াড়রা মনে রাখে কীভাবে ম্যাচ জিতেছে। আমাদের দায়িত্ব হলো এসব তাদের মনে করিয়ে দেওয়া। বেসিক ঠিক রেখে স্কিল ও প্রসেস ঠিক রাখলে ফলাফল আসবেই।'