Image

লড়াইয়ে ফিরল বাংলাদেশ, তবুও পিছিয়ে ১০১ রানে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লড়াইয়ে ফিরল বাংলাদেশ, তবুও পিছিয়ে ১০১ রানে

লড়াইয়ে ফিরল বাংলাদেশ, তবুও পিছিয়ে ১০১ রানে

লড়াইয়ে ফিরল বাংলাদেশ, তবুও পিছিয়ে ১০১ রানে

২০২ রানে পিছিয়ে থেকেও ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো ইনিংসের শুরু। ওপেনার সাদমান ইসলাম ১ রান করতে পারলেও তিনে নামা মুমিনুল হক হয়েছেন ডাক। ইনিংস বড় করতে পারলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে ১০০ ছাড়াল বাংলাদেশ। 

গতকালের মতোই আলোকস্বল্পতার কারণে আজও নির্ধারিত সময়ের আগে সমাপ্ত ঘোষণা হয় দিনের খেলা। ২৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১০১। পিছিয়ে আছে আরও ১০১ রানে, হাতে বাকি ৭ উইকেট।  

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনের পর দ্বিতীয় সেশনও দক্ষিণ আফ্রিকার। তবে দিনের শেষে ব্যাট হাতে কিছুটা লড়াই চালিয়েছে স্বাগতিকরা। শেষ সেশনে উইকেট গেল কেবল নাজমুল হোসেন শান্তর। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই কাগিসো রাবাদার জোড়া আঘাতে টালমাটাল। সাদমান ইসলামের পর মুমিনুল হককেও প্যাভিলিয়নে ফেরান রাবাদা। দু'জনেই পেস সামলাতে ব্যর্থ হয়ে ক্যাচ তুলেন স্লিপে। ৭ বল খেলা সাদমান করতে পারেন ১ রান। তিনে নামা মুমিনুল হক হয়েছেন ডাক। ৪ ও ০; টানা দুই ইনিংসেই চরমভাবে ব্যর্থ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার।  

স্কোরবোর্ডে ৪ রান উঠতেই ২ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে এরপর অবশ্য স্বস্তি এনে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। বিপর্যয়ের মুহূর্তে এসে দলের হাল ধরা ক্যাপ্টেন শান্ত থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। কেশব মহারাজকে ডিফেন্ড করতে গিয়ে উইকেট হারান লেগ বিফোরে। ২৩ রান করে ফিরতে হয় প্যাভিলিয়নে। ৫৯ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ একশো রান টপকায় জয় ও মুশফিকের ব্যাটে।  

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০৮ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশ পিছিয়ে ছিল ২০২ রানে। সেঞ্চুরি হাঁকিয়ে কাইল ভেরেইনা ১১৪ রানে আউট হন দলের শেষ ব্যাটার হিসেবে। দুইশো ছাড়িয়ে যাওয়া লিড সামনে রেখে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপর্যয়ে। 

Details Bottom