Image

কোনমতে ১০০ টপকে অলআউট বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কোনমতে ১০০ টপকে অলআউট বাংলাদেশ

কোনমতে ১০০ টপকে অলআউট বাংলাদেশ

কোনমতে ১০০ টপকে অলআউট বাংলাদেশ

কয়েকদিন আগেই পাকিস্তানকে রাওয়ালপিন্ডির মাঠে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর ভারত সফরে গিয়ে নাজমুল হোসেন শান্তর দল বুমেরাং হিসেবে পায় হোয়াইটওয়াশের লজ্জা। এবার ঘরের মাঠে টাইগারদের নতুন টেস্ট সিরিজ শুরু। কিন্তু পুরানো ব্যাটিং ব্যর্থতায় যেন আরও একবার ডুবল বাংলাদেশ। ধুঁকতে থাকা টাইগাররা প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১০৬ রানে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টেস্টে টসে জিতেও বাংলাদেশ পায়নি স্বস্তি। লাঞ্চ বিরতির আগেই ৬০ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর লাঞ্চের পর বাকি ৪ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যায় বাংলাদেশ। কেবল ৪ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। 

এক প্রান্ত আগলে রেখে মাহমুদুল হাসান জয় টেনে নিচ্ছিলেন দলকে। ৯৭ বলে ৩০ রান করে কাজ অসমাপ্ত রেখে ফেরেন তিনিও। দেশের ১০৫তম ক্রিকেটার জাকের আলি অনিককে ক্যাপ পরিয়ে দেন মুশফিকুর রহিম। কিন্তু সাদা পোশাকে অভিষেক রাঙানো হয়নি জাকেরের। ২ রানের বেশি করতে পারেননি। 

শেষ ব্যাটার তাইজুল ইসলামে বোল্ড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন কেশব মহারাজ। ৪০.১ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে কেবল ১০৬। 

টস জেতার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, উইকেট শুস্ক। চতুর্থ ইনিংসে এখানে ব্যাট করা হবে কঠিন। তাই তারা আগে ব্যাটিং বেছে নিয়েছেন। টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানান প্রোটিয়া অধিনায়ক মার্করামও। টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পাওয়া দক্ষিণ আফ্রিকা সকাল-সকাল পায় দারুণ শুরু। বিপরীতে, বাংলাদেশের উইকেট পতনের মিছিল শুরু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three