সাকিব ইস্যুতে প্রশ্নে চটলেন ধনঞ্জয়া, বাংলাদেশ শান্ত থাকলে তারাও থাকবে
সাকিব ইস্যুতে প্রশ্নে চটলেন ধনঞ্জয়া, বাংলাদেশ শান্ত থাকলে তারাও থাকবে
সাকিব ইস্যুতে প্রশ্নে চটলেন ধনঞ্জয়া, বাংলাদেশ শান্ত থাকলে তারাও থাকবে
এক বছর পর টেস্ট খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। চট্টগ্রামে টেস্ট শুরুর আগের দিন বাংলাদেশের অন্যতম সেরা তারকা সাকিবকে নিয়ে কথা বলতে নারাজ প্রতিপক্ষ অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। সাকিব ইস্যুতে করা প্রশ্নে চটলেন ধনঞ্জয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ পাশে পেয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরাটা রাঙাতে যা যা দরকার তার সবটুকুই করতে চান সাকিব। নিজেকে প্রস্তুত করেছেন দারুণভাবে। সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন অধিনায়ক হিসেবে। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এবারই প্রথম খেলবেন তিনি। সাকিব যোগ দেয়াতে অধিনায়ক শান্তর কাজগুলো হয়তো আরও সহজ হবে।
প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। কিন্তু এই টেস্টে খেলারই কথা ছিল না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে ছুটি ভেঙে ফিরেছেন টাইগার শিবিরে। তবে সাকিবের ফেরার ইস্যুতে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ককে করা হয় একাধিক প্রশ্ন। যার একটিরও ঠিকঠাক জবাব দেননি ধনঞ্জয়া;
প্রশ্নঃ সাকিব এই ম্যাচে ফিরছেন, বড় প্রভাব রাখবেন?
'আসলে এটা নিয়ে ম্যাচের পর কথা বলতে পারব। ম্যাচের আগে বলতে পারছি না।'
প্রশ্নঃ সাকিবের কারণে স্পিনে ধার বাড়ছে। স্পিন উইকেটে বাংলাদেশ বেশি ফায়দা লুটবে?
'আসলে আগেই বলেছি আমি এটা নিয়ে ম্যাচের আগে কিছু বলতে পারছি না। ম্যাচের পরে বলব।'
প্রশ্নঃ সাকিবকে নিয়ে প্ল্যান?
'এখন বলতে পারছি না (হাসি)।'
প্রশ্নঃ সাকিবকে নিয়ে কথা হয়েছে কি দলের মধ্যে?
'সে তো আমার দলে নেই। বাংলাদেশকে জিজ্ঞেস করুন।'
প্রশ্নঃ সে তো আপনার প্রতিপক্ষ দলে আছে, পরিকল্পনা কি?
'তাহলে আমি কেন তার সাথে কথা বলতে যাব? (হাসি)'