Image

ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব, জয় এনে দিলেন অস্ট্রেলিয়ার মাটিতে জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব, জয় এনে দিলেন অস্ট্রেলিয়ার মাটিতে জয়

ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব, জয় এনে দিলেন অস্ট্রেলিয়ার মাটিতে জয়

ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব, জয় এনে দিলেন অস্ট্রেলিয়ার মাটিতে জয়

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে খেলেননি মাহমুদুল হাসান জয়, সেই ম্যাচে বড় পরাজয় সঙ্গী হয় বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দলের। তবে ২য় ম্যাচে খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জয়। ব্যাটে-বলে অধিনায়কোচিত পারফরম্যান্সে দলকে এনে দিয়েছেন জয়ের দেখা। 

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বাংলাদেশ এইচপি। দলের পক্ষে ফিফটি করেন মাহমুদুল হাসান জয় (দলীয় সর্বোচ্চ ৬৯) ও আইচ মোল্লা (৫৫)। 

জবাবে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান শাহীনস। বাংলাদেশ এইচপি দলকে ৭৯ রানের লিড এনে দিতে ৪ উইকেট নেন রিপন মন্ডল, ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা। হাসান মুরাদ ২ ও মারুফ মৃধা ১ উইকেট নেন। 

বাংলাদেশ এইচপির ২য় ইনিংসেও মাহমুদুল হাসান জয় (দলীয় সর্বোচ্চ ৬৫) ও আইচ মোল্লা (৫৮) ফিফটি করেন। এই দুজনের ফিফটির পরেও ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি। 

পাকিস্তান শাহীনসের জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৬। দুই ওপেনার হাসিবউল্লাহ, শাহিবজাদা ফারহান ৯৬ রানের জুটি গড়েন। দুজনই করেন ফিফটি। তবে এই দুজনের বিদায়ের পর দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ এইচপি। বিনা উইকেটে ৯৬ থেকে ৭ উইকেটে ২৩০ রানের দলে পরিণত হয় পাকিস্তান শাহীনস। 

শেষ ৩ উইকেট হাতে রেখে পাকিস্তান শাহীনসের দরকার ছিল ৬৬ রান। ৮ম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ। পরে এই দুজনকেই দ্রুততম সময়ে ফেরান মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ ফয়সাল আকরামকে বোল্ড করলে ৫ রানের জয় পায় বাংলাদেশ এইচপি। 

১৩ ওভার বল করে মাত্র ২১ রান খরচে ৫ উইকেট নেন মাহমুদুল হাসান জয়। ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা, বাকি ২ উইকেট যায় হাসান মুরাদের দখলে। 

Details Bottom