Image

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে ঠাঁসা সূচি, শেষ হবে বাংলাদেশ দিয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে ঠাঁসা সূচি, শেষ হবে বাংলাদেশ দিয়ে

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে ঠাঁসা সূচি, শেষ হবে বাংলাদেশ দিয়ে

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে ঠাঁসা সূচি, শেষ হবে বাংলাদেশ দিয়ে

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সডব্লিউআই) ক্রিকেটে ঠাঁসা সূচি প্রকাশ করেছে। চলতি বছরের মে থেকে ডিসেম্বর অব্দি ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে আতিথ্য দিবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। সেখানে তাঁরা খেলবে ৩ টি টি-টোয়েন্টি। ২৩, ২৫ ও ২৬ মে জ্যামাইকার স্যাবাইনা পার্কে দুই দল খেলবে ৩ টি-টোয়েন্টি। 

৭-১১ আগস্ট ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে প্রথম টেস্ট, ১৫-১৯ আগস্ট গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে ২য় টেস্ট খেলে দুই দল ২৩, ২৫ ও ২৭ আগস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে খেলবে আরও ৩ টি-টোয়েন্টি। 

৩১ অক্টোবর, ২ ও ৬ নভেম্বর ৩ টি ওয়ানডে দিয়ে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে। প্রথম দুই ওয়ানডে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। শেষ ওয়ানডে বার্বাডোসের কেনসিংটন ওভালে। ৯, ১০, ১৪, ১৬ ও ১৭ নভেম্বর ৫ টি টি-টোয়েন্টি খেলবে তাঁরা। প্রথম দুই ম্যাচ কেনসিংটন ওভালে। বাকি ৩ টি সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে। 

ওয়েস্ট ইন্ডিজের ঠাঁসা মৌসুম শেষ হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। ২৬ থেকে ২৬ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১ম টেস্টের পর ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর জ্যামাইকার স্যাবাইনা পার্কে ২য় টেস্ট। 

৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে হবে ৩ ওয়ানডে। সেন্ট ভিনসেন্টের আরনস ভ্যালেতে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর হবে ৩ টি টি-টোয়েন্টি। 

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচিঃ 

৪ দিনের প্রস্তুতি ম্যাচ- ১৫-১৮ নভেম্বর,কলিজ ক্রিকেট গ্রাউন্ড, অ্যান্টিগা

১ম টেস্ট- ২২-২৬ নভেম্বর, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা 
২য় টেট- ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর, স্যাবাইনা পার্ক, জ্যামাইকা 

১ম ওয়ানডে- ৮ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
২য় ওয়ানডে- ১০ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
৩য় ওয়ানডে- ১২ ডিসেম্বর, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস

১ম টি-টোয়েন্টি- ১৫ ডিসেম্বর, আরনস ভ্যালে, সেন্ট ভিনসেন্ট 
২য় টি-টোয়েন্টি- ১৭ ডিসেম্বর, আরনস ভ্যালে, সেন্ট ভিনসেন্ট 
৩য় টি-টোয়েন্টি- ১৯ ডিসেম্বর, আরনস ভ্যালে, সেন্ট ভিনসেন্ট। 
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three