Image

ম্যাককুলাম ডাকলে ‘অবশ্যই হ্যাঁ’ বলবেন স্টোকস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাককুলাম ডাকলে ‘অবশ্যই হ্যাঁ’ বলবেন স্টোকস

ম্যাককুলাম ডাকলে ‘অবশ্যই হ্যাঁ’ বলবেন স্টোকস

ম্যাককুলাম ডাকলে ‘অবশ্যই হ্যাঁ’ বলবেন স্টোকস

সাদা বলের দুই সংস্করণেই ফেরার ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক বেন স্টোকস। চোট থেকে সেরে ওঠার পর সাদা বলের দুই সংস্করণে খেলতে আপত্তি নেই, এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন স্টেকস নিজেই। ইংল্যান্ডের টেস্ট কোচ ম্যাককুলাম চাইলেই ‘হ্যাঁ’ বলে দেবেন স্টোকস। 

গতকাল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে চলাকালে সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে স্টোকস বলেন, "সাদা বলে ইংল্যান্ডের এই দলটি অবশ্যই নতুন পথে চলছে। ইংল্যান্ডের হয়ে আমি অনেক সাদা বলের ক্রিকেট খেলেছি। খেলার এই সংস্করণে নিজের অর্জন নিয়ে আমি খুশি। সাদা বলের দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যদি আমাকে রাখা হয়, সেটা দারুণ ব্যাপার।"

স্টোকস এরপর ব্যাপারটি ব্যাখ্যা করে বলেন, "কিন্তু ডাক না পেলে না হলেও অসুবিধা নেই। এর অর্থ হলো অন্য কেউ উঠে এসেছে এবং খুব ভালো করছে। তাই ব্যাপারটা এমন, তারা আমাকে যদি ডাকে এবং বলে “তুমি কি খেলতে চাও?”, তখন উত্তরটি অবশ্যই হ্যাঁ হবে। তবে ডাক না পেলেও খুব হতাশ হব না। কারণ, তখন আমি বসে বাকিদের খেলা দেখতে পারব।"

ইংল্যান্ডের ৩ সংস্করণেরই কোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাককুলাম। স্টোকস জানান, সাদা বলের ক্রিকেটে নিজের ফেরার ইচ্ছা নিয়ে ম্যাককালামের সঙ্গে এখনো তাঁর কথা হয়নি। 

"ম্যাককালাম আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। কিন্তু আমি ইংলিশ ক্রিকেটের বড় ভক্ত।আমি চাই সব দলই একে অপরের মতো ভালো করুক। আমার মধ্যে কোনো স্বার্থপরতা থেকে থাকলে ম্যাককালামকে বলতাম, “না, আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। আপনাকে তো লম্বা সময়ের জন্য পাব না।” কিন্তু আমি মনে করি, ম্যাককালাম টেস্ট দলকে নিয়ে যা করেছেন, সেই অভিজ্ঞতা নেওয়ার দারুণ সুযোগ সাদা বলের দলের সামনে।"

উল্লেখ্য, ২০২২ সালে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। তারপর অনসর ভেঙে ফিরেছিলেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। তারপর আর ওয়ানডে খেলেননি। শেষ টি-টোয়েন্টি ও খেলেছিলেন ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three