Image

বাংলাদেশ সফর শেষ অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউনের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_availableআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সফর শেষ অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউনের

বাংলাদেশ সফর শেষ অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউনের

বাংলাদেশ সফর শেষ অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউনের

বাংলাদেশের বিপক্ষে ওডিআই স্কোয়াড থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউন। বাঁ পায়ের নেভিকিউলারে স্ট্রেস ফ্রাকচারের কারণে আসন্ন বাংলাদেশ সিরিজ খেলতে পারবেন না ব্রাউন। তার বদলে অস্ট্রেলিয়া নারী দলে সুযোগ পেয়েছেন গ্রেস হারিস।

অস্ট্রেলিয়া নারী দল প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে যাচ্ছে। যেখানে তারা ৩ ওডিআই ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ২১ তারিখ থেকে শুরু হচ্ছে এই সাদা বলের সিরিজ।

ব্রাউনের মতো একইরকম চোটে ভুগেছেন টায়লা ভ্লামিনক। সাম্প্রতিক সময়ে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। তাই ম্যানেজমেন্ট চায় না ব্রাউনকে নিয়েও একইরকম ঝুঁকি নিতে। 

আগামীকাল (শনিবার), অস্ট্রেলিয়া নারী দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। হারিস, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। তবে এবার ব্রাউনের সরে যাওয়ায়, ওডিআইতেও সুযোগ মিলল। 

টি-টোয়েন্টি স্কোয়াডে ব্রাউনের পরিবর্তে কে আসছে, তা এখনো জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অন্যদিকে অলরাউন্ডার হেথার গ্রাহাম, যিনি এই সিরিজে স্ট্যান্ড-বাই হিসেবে ছিলেন, অসুস্থতার কারণে তাকেও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে ওডিআই ম্যাচগুলো উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ থাকবে। 

বর্তমানে এখানে ১৫ ম্যাচে ১০ জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান, ১৫ ম্যাচে ৪ জয় নিয়ে সপ্তম স্থানে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three