বাংলাদেশ সফর শেষ অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউনের
-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
3
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
4
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
5
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
বাংলাদেশ সফর শেষ অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউনের
বাংলাদেশ সফর শেষ অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউনের
বাংলাদেশের বিপক্ষে ওডিআই স্কোয়াড থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউন। বাঁ পায়ের নেভিকিউলারে স্ট্রেস ফ্রাকচারের কারণে আসন্ন বাংলাদেশ সিরিজ খেলতে পারবেন না ব্রাউন। তার বদলে অস্ট্রেলিয়া নারী দলে সুযোগ পেয়েছেন গ্রেস হারিস।
অস্ট্রেলিয়া নারী দল প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে যাচ্ছে। যেখানে তারা ৩ ওডিআই ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ২১ তারিখ থেকে শুরু হচ্ছে এই সাদা বলের সিরিজ।
ব্রাউনের মতো একইরকম চোটে ভুগেছেন টায়লা ভ্লামিনক। সাম্প্রতিক সময়ে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। তাই ম্যানেজমেন্ট চায় না ব্রাউনকে নিয়েও একইরকম ঝুঁকি নিতে।
আগামীকাল (শনিবার), অস্ট্রেলিয়া নারী দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। হারিস, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। তবে এবার ব্রাউনের সরে যাওয়ায়, ওডিআইতেও সুযোগ মিলল।
টি-টোয়েন্টি স্কোয়াডে ব্রাউনের পরিবর্তে কে আসছে, তা এখনো জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অন্যদিকে অলরাউন্ডার হেথার গ্রাহাম, যিনি এই সিরিজে স্ট্যান্ড-বাই হিসেবে ছিলেন, অসুস্থতার কারণে তাকেও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে ওডিআই ম্যাচগুলো উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ থাকবে।
বর্তমানে এখানে ১৫ ম্যাচে ১০ জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান, ১৫ ম্যাচে ৪ জয় নিয়ে সপ্তম স্থানে।
