Image

অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন লিটন দাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন লিটন দাস

অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন লিটন দাস

অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন লিটন দাস

টেস্ট ও ওয়ানডের পর এবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত জানান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সেরা একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নেই মেহেদী হাসান মিরাজ। 

সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হচ্ছে দুই দলের মাঠের লড়াই। অধিনায়কত্বের অভিষেকে টস হারলেন লিটন দাস। টস হারলেও আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। নেই মেহেদী হাসান মিরাজ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সেরা একাদশ সাজিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস টসের সময় জানালেন, ভাল উইকেট বলে মনে হচ্ছে। আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৮০ রান তোলার চেষ্টা করবে তার দল। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা যা দেখেছিল তার থেকে এটি একটি ভিন্ন পিচ। তিনজন পেসার, দুই স্পিনার ও পাঁচ ব্যাটার নিয়ে সাজানো বাংলাদেশের কম্বিনেশন।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে নেই গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরেই। টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়কের আর্মব্যান্ড মেহেদী হাসান মিরাজ পরলেও টি-টোয়েন্টিতে সেটা পরছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ বার হেরেছে বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টি-টোয়েন্টিতে খেলে হেরেছে ৪টি।

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ-

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three