Image

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগকে নিষি'দ্ধ করল আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগকে নিষি'দ্ধ করল আইসিসি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগকে নিষি'দ্ধ করল আইসিসি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগকে নিষি'দ্ধ করল আইসিসি

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি এবং টি-টেন লিগের অনুমোদনের জন্য কঠোর নির্দেশিকা প্রতিষ্ঠার এক বছরের মাথায় আইসিসি প্লেয়িং ইলেভেনের নিয়ম লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটি বন্ধ করতে বলেছে আইসিসি।

এই ঘটনার মাধ্যমে কঠোরতার একটি বড় নজির স্থাপন করলো আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) কে লেখা একটি চিঠিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি লিগকে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নিষিদ্ধ করার কারণ হিসাবে চিঠিতে উল্লেখ আছে, টুর্নামেন্টটিতে সহযোগী খেলোয়াড়দের ফিল্ডিং এবং ইভেন্টের আগে এনসিএল কর্তৃপক্ষের কাছে পরিচিত নিষেধাজ্ঞার নিয়ম লঙ্ঘন হয়েছে। তাছাড়া একাদশের নিয়ম না মানা এক ম্যাচে একাধিকবার ৬/৭ জন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছিল। এমনকি এনসিএলের 'অন এবং অফ দ্য পিচ'-এর সাথে সমস্যার ইঙ্গিতও দিয়েছে আইসিসি।

এসব ছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেমন, পপ আপ ভেন্যুতে উইকেট নিম্নমানের বলে প্রমাণিত হয়েছিল যেখানে ওয়াহাব রিয়াজ এবং টাইমাল মিলসের মত ফাস্ট বোলারদের ব্যাটারদের ক্ষতি এড়াতে স্পিন বল করা বাধ্যতামূলক ছিলো। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইড ক্রিকবাজ জানিয়েছে, বিদেশী খেলোয়াড়দের পরিচালনা এবং মার্কিন অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘন ও করেছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ।

প্রায় ছয়টি দল নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেট টুর্নামেন্টের জন্য স্পোর্টস ক্যাটাগরির ভিসা স্পনসর করতে সাধারণত প্রায় ২০০০০০ ডলার খরচ হয়। কিন্তু ক্রিকবাজ নিশ্চিত করেছে, সব খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে বৈধ স্পোর্টস ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি। এসব কারণেই ভবিষ্যতে টুর্নামেন্টটি আয়োজনের জন্য অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three