স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্রিকেট চ্যাম্পিয়ন ইইই
-
1
চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের
-
2
অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব
-
3
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের
-
4
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
5
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্রিকেট চ্যাম্পিয়ন ইইই
স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্রিকেট চ্যাম্পিয়ন ইইই
স্টামফোর্ড ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃ ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালে মাইক্রোবায়োলজি বিভাগকে হারিয়ে শিরোপা জিতেছে ট্রিপল ই।
এবারের আন্তঃ ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে ১২টি ডিপার্টমেন্ট থেকে ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে। টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হন ফার্মেসী বিভাগের শাহ পরান, সেরা বোলার নির্বাচিত হন ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের ছাত্র ইয়াকুব আলী এবং টুর্নামেন্ট সেরা হয় ইংরেজি বিভাগের ফয়সাল।
টুর্নামেন্ট পরিচালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম লিমন,ক্লাবের কো-কোঅর্ডিনেটর সজীব, জেনারেল সেক্রেটারি ফাহিম সহ ক্লাবের সদস্যগণ।
ফাইনালে উপস্থিত ছিলেন ট্রেজারার জিয়াউল হাসান,প্রক্টর মৃত্তুঞ্জয় আচার্যী,স্পোর্টস ক্লাবের কনভেনর মোঃ গোলাম রব্বানী, রেজিস্ট্রার আব্দুল মতিন মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আফতাব উদ্দিন, সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফারহানা চৌধুরী, এনভায়রনমেন্ট সাইন্সের চেয়ারম্যান ড. মাহমুদা পারভীন, ট্রিপল ই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড.দিলশাদ মেহজাবীন, উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক- শিক্ষীকা বৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন।
