তাসকিনের ৬ উইকেট, বাংলাদেশ পেল ৩৩৪ রানের টার্গেট
-
1
জাজাইকে পেল সিলেট, বিপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাথিউস ও জোন্স
-
2
হঠাৎ মালিকানা পরিবর্তন, চট্টগ্রাম রয়্যালসের ভবিষ্যৎ বোর্ডের নিয়ন্ত্রণে
-
3
বিপিএলের আগমুহূর্তে নোয়াখালীর ধাক্কা, খেলছেন না কুশল মেন্ডিস
-
4
নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন
-
5
আইএল টি-টোয়েন্টি শেষ, দেশে ফেরার পথে মুস্তাফিজ, রংপুর রাইডার্সে যোগ দেওয়ার প্রস্তুতি
তাসকিনের ৬ উইকেট, বাংলাদেশ পেল ৩৩৪ রানের টার্গেট
তাসকিনের ৬ উইকেট, বাংলাদেশ পেল ৩৩৪ রানের টার্গেট
১৪.১-১-৬৪-৬; টেস্ট ক্রিকেটে তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবার ফাইফারের স্বাদ পেলেন তাসকিন আহমেদ। আর তাতেই নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের লক্ষ্য ৩৩৪ রানের।
শামার জোসেফকে বোল্ড করে তাসকিন আহমেদ পূর্ণ করেন ফাইফার। এরপর শেষ ব্যাটার কেমার রোচকে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে নামের পাশে ৬ উইকেট লিখেন তাসকিন। অ্যান্টিগায় প্রথম টেস্ট জিততে বাংলাদেশের সামনে টার্গেট ৩৩৪ রানের।
১৮১ রানে পিছিয়ে থেকেও বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে নতুন দিনের সকালে বল করতে মাঠে নামে। অ্যান্টিগায় আগের দিন বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল। ১২ রানের হার-না-মানা জুটিতে তারা শেষ করেন দিনের খেলা। আজ সকালে সবাইকে চমকে দিয়ে ব্যাটিংয়ে নামার বদলে তাসকিন আহমেদ হাতে নেন বল। সকালের প্রথম ঘন্টায় পেস তোপে বিপর্যস্ত করে দেন উইন্ডিজের ব্যাটিং লাইন।
লাঞ্চ বিরতির পর বাকি ৭ উইকেট দ্রুতই দখলে নেন তাসকিন, মিরাজরা। ধুঁকতে থাকা উইন্ডিজ শেষপর্যন্ত গুটিয়ে যায় ১৫২ রানে।
