Image

দক্ষিণ আফ্রিকা নারী দলের নতুন হেড কোচ মান্ডলা মাশিম্বি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকা নারী দলের নতুন হেড কোচ মান্ডলা মাশিম্বি

দক্ষিণ আফ্রিকা নারী দলের নতুন হেড কোচ মান্ডলা মাশিম্বি

দক্ষিণ আফ্রিকা নারী দলের নতুন হেড কোচ মান্ডলা মাশিম্বি

দক্ষিণ আফ্রিকার নারী দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন মান্ডলা মাশিম্বি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বোলিং কোচ এবং সহকারী কোচ হিসাবে পুরুষ দলের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে এই কোচের।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একটি বিবৃতিতে বলেছে, " আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দলকে প্রস্তুত করা, দলের ভালো পারফরম্যান্স কৌশল বাস্তবায়ন এবং শ্রেষ্ঠত্ব ও গর্বের সংস্কৃতি গড়ে তোলার দিকে মনোনিবেশ করবে মান্ডলা মাশিম্বি।"

মান্ডলা মাশিম্বি কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে  টাইটানস, নাইটস এবং গ্রিকোয়াসের হয়ে পেশাদার ক্রিকেট খেলেছেন। ২০১০ সালে ক্রমাগত হাঁটুর ইনজুরির কারণে থেমে যায় তার ক্রিকেটার ক্যারিয়ার। মান্ডলা মোট ৪৪টি একদিনের ম্যাচ এবং ৩৯টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন।

৪৪ বছর বয়সী মান্ডলা কোচ হিসাবে টাইটানসের হয়ে একাধিক চ্যাম্পিয়নশিপ জিতেছেন । সম্প্রতি তিনি এসএটি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের ফাস্ট বোলিং কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকা নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ডিলন ডু প্রিজের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি।

প্রোটিয়া নারী দলের কোচ হয়ে মান্ডলা বলেন, " গভীর সম্মান এবং বিনয়ের সাথে আমি প্রোটিয়া নারী কোচ হিসাবে দায়িত্ব গ্রহণ করছি। আমি এই সম্মানিত দায়িত্বয়ের সাথে জড়িত সকল প্রত্যাশা সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন।"

মান্ডলার সাবেক দল নিয়ে তিনি আরো বলেন, "কোচ হিসেবে টাইটানস ক্রিকেট আমাকে যে ব্যতিক্রমী সুযোগ দিয়েছে তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। গত এগারো বছরে তাদের অটল সমর্থন আমার পেশাদার বৃদ্ধি ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছে।"

Details Bottom