Image

বৃষ্টির কারণে হোয়াইটওয়াশ থেকে পাকিস্তানের রক্ষা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টির কারণে হোয়াইটওয়াশ থেকে পাকিস্তানের রক্ষা

বৃষ্টির কারণে হোয়াইটওয়াশ থেকে পাকিস্তানের রক্ষা

বৃষ্টির কারণে হোয়াইটওয়াশ থেকে পাকিস্তানের রক্ষা

জোহানেসবার্গের বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। বল মাঠে গড়ানো তো দূরে থাক, হতে পারল না টসই। তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। 

কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। হেনরিখ ক্লাসেনের দক্ষিণ আফ্রিকা অবশ্য আফসোস করতেই পারে! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সহজ সুযোগ ছিল স্বাগতিকদের, যা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। 

এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেও জয়ের কাছাকাছি গিয়ে ১১ রানে হারে পাকিস্তান। টানা দুই জয়ে সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিজেদের করে নেয় প্রোটিয়ারা।

আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। পার্লে প্রথম ম্যাচের পর কেপটাউনে দ্বিতীয় ওয়ানডে ১৯ ডিসেম্বর। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে, ২২ ডিসেম্বর। নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সময় চোট পেয়েছিলেন। তবে এরমাঝেই তিনি টেস্ট ক্রিকেট দিয়ে মাঠের খেলায় ফিরেছেন। রাবাদা, ক্লাসেন, মিলার, মহারাজ, শামসিও ফিরলেন ওয়ানডে দলে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three